বিচার বিভাগের বিচারকরা আন্তরিকতার সহিত কাজ করে যাচ্ছে – প্রধান বিচারপতি

প্রকাশিত: ১১:২৩ অপরাহ্ণ, এপ্রিল ২৭, ২০২৩

বর্তমান খবর,জামালপুর প্রতিনিধি: জামালপুরে প্রধান বিচারপতি হাসান ফরিদ সিদ্দিকী বলেছেন প্রায় ৩৫ লাখ মামলা জট
থেকে সাধারণ মানুষকে বের করে নিয়ে আসতে বিচার বিভাগের বিচারকরা আন্তরিকতার সহিত কাজ করে যাচ্ছে, দ্রুত এসব মামলা নিষ্পত্তিতে থাকি তো পূর্ণ মামলা গুলো অগ্রাধিকার ভিত্তিতে শেষ করে দিতে কাজ করা হচ্ছে। এছাড়া অতিরিক্ত আরও ১০২ জন বিচারক নিয়োগ করে দ্রুত মামলা নিষ্পত্তিতে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করার কথা জানান তিনি।

বৃহস্প্রতিবার দুপুরে সরকারি আশেক মোহাম্মদ কলেজ পরিদর্শন কালে সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। কলেজের অধ্যক্ষ হারুন অর রশিদের সভাপতিতে অন্যান্যদের মাঝে বক্তব্য রাখেন সদর আসনের সংসদ সদস্য ইঞ্জিনিয়ার মোজাফফর হোসেন সহ আরো অনেকে।

এ সময় প্রধান বিচারপতির স্মৃতিবিজোরিত কলেজ প্রাঙ্গণ ঘুরে দেখেন ও একটি বট বৃক্ষের চারা রোপন করেন। এর আগে কলেজের বিএনসিসি রেড ক্রিসেন্ট,রোভার স্কাউট,রেঞ্জারের একটি চৌকশ দল প্রধান বিচারপতিকে গার্ড অব অনার প্রদান করে।