
বর্তমান খবর,গাইবান্ধা প্রতিনিধিঃ দীর্ঘ এক মাস সিয়াম সাধনার পর গাইবান্ধার পলাশবাড়ী পৌর শহরের গিরিধারীপুর বাইতুল কারিম জামে মসজিদ ও ঈদগাহ মাঠে শনিবার সকাল ৯টায় শান্তিপূর্ণবাবে পবিত্র ঈদুল ফিতর এর নামাজ অনুষ্ঠিত হয়। এলাকাসহ বিভিন্ন এলাকা থেকে ধর্মপ্রান মুসলমানরা এ বৃহত্তর ঈদুল ফিতর এর নামাজে অংশ নেন।


নামাজ শেষে দেশ জাতির কল্যাণ কামনা করে বিশেষ দোয়া ও মুনাজাত পরিচালনা করেন বাইতুল কারিম জামে মসজিদ ও ঈদগাহ মাঠের পেশ ইমাম হাফেজ মুহাম্মদ আশরাফুল আলম।
শেষে সবাই কোলাকুলি করে ঈদের শুভেচ্ছা ও কুশলাদি বিনিময় করেন।