মৌলভীবাজারে ইস্টার সানডে উদযাপন

প্রকাশিত: ৬:১৮ অপরাহ্ণ, এপ্রিল ৯, ২০২৩

বর্তমান খবর,মৌলভীবাজার প্রতিনিধি : মৌলভীবাজারের শ্রীমঙ্গলে খ্রিষ্টধর্মাবলম্বীদের পবিত্র ইস্টার সানডে অনুষ্ঠিত হয়েছে। ‘পুনরুথিত খ্রীষ্টের পূন্য জ্যোতির আভায় আমাদের জীবন আলোকিত হোক’ মূলসুরে রবিবার (৯ এপ্রিল) ভোরে শ্রীমঙ্গল শহরতলীর ক্যাথলিক মিশনের পুরাতন নটরডেম স্কুল মাঠে এ অনুষ্ঠান শুরু হয়।

শ্রীমঙ্গল পুনরুত্থান সূর্যোদয় আন্তঃমান্ডলিক উপাসনা কার্যকরী কমিটি অনুষ্ঠানটির আয়োজন করে। রেভাঃ পালক বেঞ্জামিন কস্তার প্রার্থনার মধ্য দিয়ে ইস্টার সানডের প্রাতঃকালীন বিশেষ উপাসনা সভাটি অনুষ্ঠিত হয়। সভায় আলোচনা করেন কমিটির সভাপতি ফাদার জেমস্ শ্যামল গমেজ সিএসসি। সঞ্চালনা করেন আন্তঃমান্ডলিক কমিটির সদস্য বাংলাদেশ ব্যাপ্টিস্ট চার্চ ফেলোশিপের (বিবিসিএফ) জ্যেষ্ঠ পালক রেভাঃ জন ব্রাইট গাজী।

এসময় আরও উপস্থিত ছিলেন চার্চ অফ গড লুমডনবক মিশনের পালক রেভাঃ পাইরিন সুটিং, পালক রেভাঃ এব্রিংটন পলং, রেভা:সখরিয় কট প্রমুখ। প্রার্থনা সভার ফাঁকে খ্রিষ্টীয় ধর্মীয় সংগীত পরিবেশন করেন বরমচাল চার্চ অফ গড লুমডনবক মিশনের সদস্যরা।

পুনরুত্থান সূর্যোদয় আন্তঃমান্ডলিক উপাসনা কমিটির অন্যতম সদস্য পালক রেভাঃ জন ব্রাইট গাজী বলেন, ‘আজকের এই দিনে যিশুখ্রিষ্ট মৃত্যু থেকে পুনরুত্থান করেছিলেন। বিশ্বের সব স্থানে খ্রিষ্টধর্মাবলম্বীরা যথাযথ ধর্মীয় মর্যাদায় ইস্টার সানডে পালন করেন। আমরা বড় আয়োজন করেছি। এখানে কাথলিক, ব্যাপ্টিস্ট, প্রেসবিটারিয়ান, চার্চ অফ গড ন্যাজরিন মিশনসহ সব খ্রিষ্টধর্মাবলম্বী প্রার্থনায় অংশ নিয়েছেন।‘

তিনি আরও বলেন, ‘আমরা চাই আমাদের পুনরুত্থিত প্রভু যিশুখ্রিষ্টের মধ্য দিয়ে সবার জন্য প্রার্থনা করতে পারি।এ দেশের মানুষের জন্য প্রার্থনা করতে পারি। আমরা যে সুন্দর দেশে বাস করছি, সেই দেশ যেন আরও সুন্দর হয়।‘