তালতলীতে ধাওয়া-পাল্টা ধাওয়া

প্রকাশিত: ৫:৫৭ অপরাহ্ণ, এপ্রিল ৯, ২০২৩

বর্তমান খবর,বরগুনা প্রতিনিধি : বরগুনার তালতলীতে আওয়ামী লীগ ও বিএনপির মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটেছে। শনিবার বিকেল সাড়ে ৫ টার দিকে তালতলী ছালেহিয়া আলিম মাদ্রাসার মাঠে এঘটনা ঘটে। এ সময় আওয়ামী লীগ ও বিএনপির বেশ কয়েকজন নেতাকর্মী গুরুতর আহত হয়।

সরেজমিনে গিয়ে ও এই প্রতিবেদকের ক্যামেরার একটি ভিডিও ফুটেজে দেখা যায়, কেন্দ্র ঘোষিত দাবি নিয়ে উপজেলা বিএনপি অবস্থান কর্মসূচি পালন করে। এসময় ছাত্রলীগ ও যুবলীগের নেতাকর্মীরা বিএনপি’র কর্মসূচিকে পন্ড করতে তাদেরকে ধাওয়া করলে বিএনপি’র নেতাকর্মীরা আওয়ামী লীগের নেতা কর্মীদেরকে পাল্টা ধাওয়া করে। ধাওয়া-পাল্টা ধাওয়ার এক পর্যায়ে দুই গ্রুপ সংঘর্ষে জড়িয়ে পড়ে এবং ইটপাটকেল নিক্ষেপ করে। এছাড়াও উভয় নেতাকর্মীদের হাতে লাঠিসোটা দেখা যায়। এতে আওয়ামী লীগ ও বিএনপির বেশ কয়েকজন নেতাকর্মী গুরুতর আহত হয়। আহতদেরকে উদ্ধার করে বিভিন্ন হাসপাতালে চিকিৎসার জন্য পাঠানো হয়।

এ বিষয়ে বিএনপি সদস্য সচিব উপজেলা ভাইস চেয়ারম্যান মিয়া মোস্তাফিজুর রহমান মোস্তাক বলেন, আমরা শান্তিপূর্ণভাবে কেন্দ্র ঘোষিত অবস্থান কর্মসূচি পালন করে আসছিলাম। এসময় আওয়ামী লীগের নেতাকর্মীরা এসে আমাদের উপর অনর্থক হামলা চালায় এবং আমাদের চেয়ার ভাঙচুর করে। আমরা এই হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই ।

এবিষয়ে বিএনপির কেন্দ্রীয় কমিটির সহ-সমবিষয়ক সম্পাদক ফিরোজ জামান মামুন মোল্লা বলেন, শান্তিপূর্ণভাবে আমাদের কর্মসূচি পালন করে আসছিলাম। এ সময় আওয়ামী লীগের সন্ত্রাসী বাহিনী আমাদের উপর আক্রমণ চালায়। সাধারণ জনগণ তাদেরকে ধাওয়া করে রেজবি-উল-কবির জমাদ্দারের দোকানের ভিতরে ঢুকায়।

এ বিষয়ে যুবলীগের আহ্বায়ক মারুফ রায়হান তবু বলেন, আমরা শান্তিপূর্ণভাবে যুবলীগের সমাবেশ করেছিলাম সেখানে বিএনপি’র লোকেরা আমাদের উপর হামলা চালায়। এবং আমাদের নেতাকর্মীদেরকে পিটিয়ে আহত করে।

এ বিষয়ে তালতলী উপজেলা চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি রেজবি-উল-কবির জমাদ্দারের সাথে একাধিকবার যোগাযোগের চেষ্টা করলেও তাকে ফোনে পাওয়া যায়নি।

তালতলী থানার অফিসার ইনচার্জ কাজী সাখাওয়াত হোসেন তপু বলেন, আমি নিজেও সেখানে উপস্থিত ছিলাম। উভয় নেতা কর্মীদের মধ্যে ধাওয়া পাল্টা-ধাওয়ার ঘটনা ঘটলে পুলিশ পরিস্থিতি শান্ত করতে সক্ষম হয়।