মৌলভীবাজারে ইয়াবাসহ ১ মাদক কারবারি আটক

প্রকাশিত: ৬:০৮ অপরাহ্ণ, মার্চ ২১, ২০২৩

বর্তমান খবর,মৌলভীবাজার প্রতিনিধি : মৌলভীবাজার শহরের বেরীরপাড় এলাকা থেকে ১০ পিছ ইয়াবাসহ রুবেল মিয়া (২৫) নামে এক যুবককে আটক করা হয়েছে।

পুলিশ সূত্রে জানা যায়,সোমবার ২০ মার্চ দিবাগত রাত ১১টা ৪৫ মিনিটের সময় মৌলভীবাজার মডেল থানার এসআই আবুল কালাম চৌধুরী সঙ্গীয় অফিসার ফোর্সসহ মৌলভীবাজার শহরের বেড়ীরপাড় এলাকা থেকে তাকে আটক করতে সক্ষম হন।

পুলিশ আটককৃত রুবেলের দেহ তল্লাশি করে তার প্যান্টের পকেট থেকে একটি সিগারেটের প্যাকেট উদ্ধার করে। সিগারেটের প্যাকেটের ভেতরে পলিথিনে মোড়ানো অবস্থায় ১০ পিস ইয়াবা ট্যাবলেট জব্দ করে। আটককৃত রুবেল মিয়া সদর উপজেলার ০৯ নং আমতৈল ইউনিয়নের জগৎসি গ্রামের সিতার মিয়ার ছেলে।

এ ব্যাপারে আটককৃত রুবেল মিয়ার বিরুদ্ধে মৌলভীবাজার সদর মডেল থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করা হয়েছে।