
বর্তমান খবর,মৌলভীবাজার প্রতিনিধি: কমলগঞ্জ থানা পুলিশের বিশেষ অভিযানে ওয়ারেন্টভুক্ত ৬ আসামিকে গ্রেফতার করা হয়েছে। শুক্রবার (১৭ মার্চ) দিবাগত রাতে কমলগঞ্জ থানা পুলিশের পৃথক অভিযানে সিআর মামলা নং-২৫৭/২২ (কমল) এর পরোয়ানাভূক্ত আসামী আমির আলী রোফেজা বেগম (৫৫), স্বামী-আমির আলী, সিআর মামলা নং-২৯৩/২২ (কমল) এর পরোয়ানাভূক্ত আসামী শিবেন্দ্র পাল (২৯), জিআর মামলা নং-৮২/১৯ (কমল) এর পরোয়ানাভূক্ত আসামী আলম মিয়া (৩৮),সোলেমান (৪৫) কয়েছ মিয়া (৪৯)কে গ্রেফতার করা হয়।


শনিবার সকালে গ্রেফতারকৃত আসামিদ্বয়কে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।