
বর্তমান খবর,কয়রা(খুলনা)প্রতিনিধিঃ খুলনার কয়রা উপজেলা প্রশাসনের আয়োজনে পালিত হল জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০৩ তম জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস। দিবসটি উদযাপন উপলক্ষে শুক্রবার(১৭ মার্চ)সকাল ৮ টায় বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুস্পমাল্য অর্পণ,কেককাটা ও আলোচনা সভা এবং সাংস্কৃতিক অনুষ্ঠান উপজেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত হয়।


উপজেলা নির্বাহী অফিসার মোঃ মমিনুর রহমানের সভাপতিত্বে ও প্রাণী সম্পদ অফিসার কাজী মুস্তাইন বিল্লাহর সঞ্চলনায় আলোচনা সভায় বক্তৃতা করেন উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব এসএম শফিকুল ইসলাম,কয়রা থানার অফিসার ইনচার্জ এবিএমএস দোহা (বিপিএম), সিনিয়র মৎস্য অফিসার মোঃ আমিনুল হক, থানা অফিসার ইনচার্জ (তদন্ত) মোঃ ইব্রাহীম আলী, উপজেলা শিক্ষা অফিসার মোঃ হাবিবুর রহমান, মহিলা বিষয়ক কর্মকর্তা রেশমা আক্তার,যুব উন্নয়ন কর্মকর্তা মোঃ রেজাউল করিম,কপোতাক্ষ কলেজের অধ্যক্ষ অদ্রিস আদিত্য মন্ডল,প্রধান শিক্ষক খায়রুল আলম প্রমুখ।