
বর্তমান খবর,ডেস্ক : মীরপুর শহিদ স্মৃতি উচ্চ বিদ্যালয় হতে ২০২২ইং সালে প্রাথমিক বৃত্তি পরিক্ষায় সাধারন গ্রেডে বৃত্তি পেয়েছে এস এম রাহাত ৷ বাবা বায়েজিদ হাসান রবি মা জুলেখা আক্তার জুইঁ আবেগে আপ্লুত সন্তানের এই অর্জনে।


মীরপুর শহিদ স্মৃতি উচ্চ বিদ্যালয়ের পক্ষ থেকে রাহাত কে আন্তরিক অভিনন্দন এবং তার উজ্জল ভবিষ্যত কামনা করেন।