
বর্তমান খবর, বিশেষ প্রতিনিধি : রাজধানীর পূর্ব বাড্ডায় হাজী সেকান্দর বাগ রোডের কামাল উদ্দিনের বাড্ডা মৌজার আর এস দাগ নং ৬৬০৫ এর ৩কাঠা ভূমির ছাড়পত্র করেন রাজউক জোন ৪ থেকে, পরবর্তীতে তাহার ভূমি টি ড্যাব এর অন্তর্ভুক্ত হওয়ায় রাজউক ভূমি টির উপর কোন প্ল্যানের অনুমোদন প্রদান করা থেকে বিরত থাকে, কিন্তু ভূমি মালিক রাজউক কর্মকর্তাদের যোগসাজশে প্ল্যান ছাড়াই ভবন নির্মাণ কাজ শুরু করেন।


রাজউক জোন ৪ এ বাড্ডা মৌজার আর এস দাগ নং ৬৬০৫ এর ৩ কাঠা ভূমির ছাড়পত্র ও প্ল্যান অনুমোদনের বিষয়ে খোঁজ নিয়ে জানা যায়, ভূমির মালিক কামাল উদ্দিন এর নামে ছাড়পত্র প্রদান করেন রাজউক জোন ৪ কিন্তু, পরবর্তীতে উল্লেখ্য ভূমি টি ড্যাব এর অন্তর্ভুক্ত হওয়ায় রাজউক ভূমি টির উপর কোন প্ল্যানের অনুমোদন প্রদান করেনি।
অনুসন্ধানে সরজমিনে গিয়ে জানা যায়, মোঃ রিপন নামীয় জনৈক ব্যাক্তি ভূমির মালিকানা দাবী করে বলেন আমাদের নামে রাজউকের ছাড়পত্র ও প্ল্যানের অনুমোদন আছে। তাহার নিকট ভূমির ছাড়পত্র ও ভবনের অনুমোদিত প্ল্যান এর কপি দেখতে চাইলে তিনি তাহা দেখাতে অস্বীকার করেন।
এ বিষয়ে রাজউকের মাঠ পরিদর্শক মোঃ আবুল কালাম আজদ এর নিকট জানতে চাইলে তিনি বলেন, আমি এলাকায় নতুন দায়িত্ব নিয়েছি, একটু খোজ খবর নিয়ে দ্রুতই ব্যবস্থা গ্রহন করবো।