দিঘলিয়া উপজেলার সদর ইউনিয়নের ৪ নং ওয়ার্ডের মাদক ও সন্ত্রাস বিরোধী মতবিনিময় সভা

বর্তমান খবর,মনিরুল ইসলাম মোড়ল,দিঘলিয়া (খুলনা)প্রতিনিধি : আজ বুধবার,দেয়াড়া আয়তুন্নেছা মহিলা মাধ্যমিক বিদ্যালয়ের ফুটবল মাঠে,মোঃ হায়দার আলী মোড়ল চেয়ারম্যান দিঘলিয়া ইউনিয়ন পরিষদের সভাপতিত্বে আরিফুল ইসলাম আরিফ ইউপি সদস্য(৪) এর সঞ্চালনায় এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।


৪ নং ওয়ার্ডের সকল সমস্যা নিয়ে উন্মুক্ত আলোচনা করা হয়। ওয়ার্ডের সর্বস্তরের নারী পুরুষের উপস্থিতিতে এলাকার উন্নয়ন,কোথায় কোন সমস্যা, রাস্তা ঘাট,ড্রেন,কালভার্ট,হোল্ডিং ট্যাক্স সহ-বিভিন্ন বিষয় নিয়ে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। বিশেষ করে যুব সমাজকে মাদকের হাত থেকে রক্ষা করতে ও সন্ত্রাস মুক্ত,বাল্যবিবাহ বন্ধ সহ-শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ সহ দিঘলিয়া ইউনিয়নের উন্নয়নের লক্ষ্যে সকলকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান।
সভায় উপস্থিত ছিলেন দিঘলিয়া ইউপি সচিব আনছার আলী বিশ্বাস,সাবেক সচিব মোঃ ফারুক হোসেন। পাখি বেগম মহিলা ইউপি সদস্য। শেখ মোঃ ইসরাইল হোসেন প্রধান শিক্ষক। নাসরীন আক্তার সমাজ সেবিকা। জনাব মকবুল হোসেন সহ-প্রমূখ।