রংপুরে সেনাপ্রধানের মতবিনিময় সভা

প্রকাশিত: ৬:২৫ অপরাহ্ণ, জানুয়ারি ২৭, ২০২৬

রংপুর ব্যুরো: ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট উপলক্ষ্যে আইনশৃঙ্খলা পরিস্থিতি মূল্যায়ন নিয়ে রংপুরে মতবিনিময় সভা করেছেন সেনাবাহিনীর প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান।

আজ ২৭ জানুয়ারি মঙ্গলবার সকালে রংপুর সার্কিট হাউজ মিলনায়তনে মতবিনিময় সভায় ঊর্ধ্বতন সামরিক বাহিনী, প্রশাসন,আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, নির্বাচন কর্মকর্তারা অংশগ্রহণ করেন।

এসময় সেনাপ্রধান ওয়াকার-উজ-জামান জাতীয় সংসদ নির্বাচনকে শান্তিপূর্ণ, নিরপেক্ষ ও সুষ্ঠুভাবে সম্পন্ন করতে আন্তঃপ্রাতিষ্ঠানিক সমন্বয় এবং সামগ্রিক নিরাপত্তা ব্যবস্থাপনা নিয়ে আলোচনা করেন। পরে তিনি রংপুর স্টেডিয়ামে ‘ইন এইড টু দ্য সিভিল পাওয়ার’ এর আওতায় মোতায়েনরত সেনাসদস্যদের কার্যক্রম সরেজমিন পরিদর্শন করেন।

পরিদর্শনের সময় সেনাপ্রধান সেনাসদস্যের প্রতি পেশাদারিত্ব,নিরপেক্ষতা,শৃঙ্খলা, ধৈর্য ও নাগরিকবান্ধব আচরণের মাধ্যমে দায়িত্ব পালনের উপর বিশেষ গুরুত্বারোপ করেন।