গাইবান্ধায় পুলিশের ওপর হামলার ঘটনায় গ্রেফতার ৬

প্রকাশিত: ৬:১৯ অপরাহ্ণ, জানুয়ারি ২৬, ২০২৬

রংপুর ব্যুরো: গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের উপজেলা শাখার প্রচার ও প্রকাশনা সম্পাদক ও কাটাবাড়ি ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান জোবায়ের হাসান শফিক মাহমুদ গোলাপকে গ্রেফতারের অভিযানের সময় পুলিশের ওপর হামলার ঘটনায় বাগদা এলাকা থেকে দুই সহোদরসহ ছয় ব্যক্তিকে গ্রেফতার করেছে পুলিশ।

এ ঘটনায় গোবিন্দগঞ্জ থানার এসআই আকতারুজ্জামান বাদী হয়ে মামলা করেন। মামলায় ১৮ জনের নাম উল্লেখ করে অজ্ঞাত আরও ৫০ থেকে ৬০ জনকে আসামি করা হয়েছে। গ্রেফতার ছয় জনই স্থানীয় আওয়ামী লীগ কর্মী ও সমর্থক বলে জানিয়েছে পুলিশ। গ্রেফতারকৃতরা হলেন উপজেলার কাটাবাড়ী গ্রামের সহোদর দুই ভাই নুরুজ্জামান (৩৫) ও মানিক মিয়া (২০), একই এলাকার হাবিবুর রহমান (৪০), সুজন মিয়া (৪২), সামিউল ইসলাম (২০) এবং তাজুল ইসলাম (৩৫)।

আজ ২৬ জানুয়ারি সোমবার গোবিন্দগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ মোজাম্মেল হক বলেন,পুলিশের ওপর হামলা ও মোটরসাইকেল ভাঙচুরের ঘটনায় এসআই আখতারুজ্জামান বাদী হয়ে মামলা করেছেন। রবিবার রাত থেকে সোমবার সকাল পর্যন্ত অভিযান চালিয়ে হামলার সঙ্গে জড়িত ছয় জনকে গ্রেফতার করা হয়েছে। জোবায়ের হাসান শফিক মাহমুদ গোলাপসহ অন্য আসামিদের গ্রেফতারের চেষ্টা অব্যাহত রয়েছে। এর আগে ২৫ জানুয়ারি রবিবার রাত সাড়ে ৮টার দিকে উপজেলার কাটাবাড়ি ইউনিয়নের বাগদা বাজার এলাকায় পুলিশের ওপর হামলার ও মোটরসাইকেল ভাঙচুরের ঘটনা ঘটে।

আওয়ামী লীগ নেতা জোবায়ের হাসান শফিক মাহমুদ গোলাপকে গ্রেফতারের জন্য তার বাড়িতে গেলে স্থানীয় আওয়ামী লীগ নেতাকর্মীরা পুলিশ সদস্যদের ঘরের ভেতরে অবরুদ্ধ করে মারধর করেন এবং পুলিশের দুইটি মোটরসাইকেল ভাঙচুর করেন। এতে চার পুলিশ সদস্য আহত হন।

আহতরা হলেন এসআই সেলিম রেজা,এসআই মীর কায়েস,এসআই মমিনুল ও কনস্টেবল হোসেন। পরে তাদের উদ্ধার করে গোবিন্দগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। জোবায়ের হাসান শফিক মাহমুদ গোলাপ ১৪ বছর আগে জামায়াত কার্যালয়ে ভাঙচুর ও অগ্নিসংযোগসহ হত্যা চেষ্টার অভিযোগে করা বিস্ফোরক দ্রব্য মামলার এজাহারভুক্ত আসামি।

তিনি মৃত জুলফিকার মাহমুদ খসরুর ছেলে। ঘটনার দীর্ঘ ১১ বছর পর ২০২৪ সালের ১৪ নভেম্বর সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান ও জামায়াত নেতা নুরুন্নবী প্রধানের ছেলে তাহারাত তানভীর প্রধান বাদী হয়ে মামলা দায়ের করেন।