রংপুরে ট্রাকের ধাক্কায় নিহত ১

প্রকাশিত: ১০:৪০ অপরাহ্ণ, জানুয়ারি ২৫, ২০২৬

রংপুর ব্যুরো: রংপুরে ট্রাকচাপায় আশরাফুল আলম (৪২) নামে এক মোটরসাইকেল আরোহীর মৃত্যু হয়েছে। আজ ২৫ জানুয়ারি রবিবার দুপুরে কাউনিয়া উপজেলার হলদিবাড়ি রেলগেট এলাকায় পল্লী বিদ্যুৎ উপকেন্দ্রের সামনে এ দুর্ঘটনা ঘটে। নিহত আশরাফুল আলম কাউনিয়া উপজেলার ভুতছাড়া সাব্দী এলাকার আব্দুর রহমানের ছেলে।

এলাকাবাসী সূত্রে জানা যায়, রবিবার দুপুর পৌনে একটার দিকে আশরাফুল আলম কাউনিয়া বাসস্ট্যান্ড বাজার থেকে মাংস ক্রয় করে মোটরসাইকেলে বাড়ি ফিরছিলেন। পথে উপজেলার হলদিবাড়ি রেলগেট এলাকায় পৌঁছালে রংপুরগামী একটি বেপরোয়া গতির ট্রাক এসে মোটরসাইকেলে ধাক্কা দেয়। এতে তিনি সড়কে ছিটকে পড়ে। পরে ট্রাকটি তাকে চাপা দিলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

স্থানীয় লোকজন ট্রাকটি আটক করলেও চালক কৌশলে পালিয়ে যান। কাউনিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা নাজমুল হক বলেন, নিহত আশরাফুল আলমের স্ত্রী মোছা. লাভলী বাদী হয়ে সড়ক পরিবহন আইনে কাউনিয়া থানায় একটি মামলা দায়ের করেন।