স্বেচ্ছাসেবক দলের নেতা মুছাব্বির হত্যার আরেক শুটার গ্রেফতার

প্রকাশিত: ৭:১৮ অপরাহ্ণ, জানুয়ারি ২৩, ২০২৬
আজিজুর রহমান মুছাব্বির। ছবি : সংগৃহীত

রাজধানীর তেজগাঁওয়ে স্বেচ্ছাসেবক দলের নেতা আজিজুর রহমান মুছাব্বিরকে গুলি করে হত্যার ঘটনায় আরেক শুটার গ্রেফতার। আজ শুক্রবার ভোরে নরসিংদী থেকে আবদুর রহিম নামের ওই শুটারকে গ্রেফতার করা হয় বলে জানিয়েছেন ডিবির যুগ্ম কমিশনার রবিউল হোসেন ভূঁইয়া।

এ ঘটনায় মোট পাঁচজনকে গ্রেফতার করা হয়েছে। এর আগে ১১ জানুয়ারি শুটার জিন্নাত ও পরিকল্পনাকারী বিল্লালসহ তিনজনকে গ্রেফতার করেছে ডিবি।

আততায়ীরা গত ৭ জানুয়ারি রাত আটটার পর রাজধানীর পশ্চিম তেজতুরী পাড়ায় হোটেল সুপার স্টারের পাশের গলিতে মুছাব্বিরকে গুলি করে হত্যা করে। এ সময় তার সঙ্গে থাকা আবু সুফিয়ান ব্যাপারী মাসুদও গুলিবিদ্ধ হন।

মুছাব্বির একসময় ঢাকা মহানগর উত্তর স্বেচ্ছাসেবক দলের সদস্যসচিব এবং কেন্দ্রীয় সংসদের যুগ্ম সম্পাদকও ছিলেন। আর মাসুদ তেজগাঁও থানার ভ্যান শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক।