
রংপুর ব্যুরো:
‘প্রযুক্তির যুগে সা¶রতার প্রসার’ প্রতিপাদ্য বিষয়ে রংপুরে আন্তর্জাতিক সা¶রতা দিবস পালিত হয়েছে। আজ ৮ সেপ্টেম্বর সোমবার দুপুরে রংপুর জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে দিবসটি উপলক্ষে আলোচনা সভার আয়োজন করা হয়।
সভায় সভাপতিত্ব করেন জেলা প্রশাসক মোহাম্মদ রবিউল ফয়সাল। এসময় উপস্থিত ছিলেন জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা নজরুল ইসলাম, উপানুষ্ঠানিক শিক্ষা ব্যুরোর সহকারী পরিচালক তানজিল আক্তারসহ বিভিন্ন সামাজিক সংগঠনের প্রতিনিধিগণ।

আলোচনা সভায় জেলা প্রশাসক মোহাম্মদ রবিউল ফয়সাল বলেন, প্রতিটি শ্রেণি শি¶ক জানেন তার ক্লাসের কোন শিক্ষার্থী
স্কুলে আসছে না। তাছাড়া সহপাঠীরাও তা জানে। কিন্তু শি¶কদের সক্রিয় ভূমিকা না থাকা ও অভিভাবকদের অসচেতনতার কারণে শি¶ার্থীরা ঝরে পড়ছে। অথচ সরকার প্রতিটি শির্ক্ষাথীকে শিক্ষিত করতে নানা সুযোগ-সুবিধা প্রদান করছে।
তিনি আরও বলেন, যেদিন আমরা শিক্ষর্থী ঝরে পড়া রোধ করতে এবং সকল শি¶ার্থীকে অন্তত এইচএসসি পর্যন্ত পড়াশোনার সুযোগ দিতে পারবো, সেদিনই সা¶রতা দিবস সফল হবে। আলোচনায় বক্তারা প্রযুক্তিগত জ্ঞান ছড়িয়ে দিয়ে শি¶ার্থীদের দ¶ মানবসম্পদে রূপান্তরের আহŸান জানা