পররাষ্ট্র মন্ত্রণালয়ের উদ্যোগে ঢাকায় আয়োজিত হচ্ছে কূটনৈতিক ব্যাডমিন্টন ও টেবিল টেনিস টুর্নামেন্ট, আগামীকাল শুরু হচ্ছে এই কূটনৈতিকভাবে তাৎপর্যপূর্ণ টুর্নামেন্ট

বর্তমান খবর,ডেস্ক রির্পোট:
সাংস্কৃতিক কূটনীতি এবং আন্তর্জাতিক সৌহার্দ্য জোরদার করার লক্ষ্যে ঢাকায় প্রথমবারের মতো কূটনৈতিক ব্যাডমিন্টন ও টেবিল টেনিস টুর্নামেন্ট আয়োজন করতে যাচ্ছে বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয়। আগামীকাল (১৬ মে) শুরু হতে যাওয়া এই টুর্নামেন্টটি ঢাকার বসুন্ধরা আবাসিক এলাকায় অবস্থিত ইন্টারন্যাশনাল স্কুল ঢাকার (আইএসডি) প্রাঙ্গণে অনুষ্ঠিত হবে।
এর আগে, গেমপ্লে লিমিটেড সফলভাবে পররাষ্ট্র মন্ত্রণালয়ের সাথে যৌথভাবে কূটনৈতিক ফুটবল ও ক্রিকেট টুর্নামেন্ট আয়োজন করেছে। এর ধারাবাহিকতায় এবারই প্রথমবারের মতো ব্যাডমিন্টন ও টেবিল টেনিস যুক্ত হলো এই আয়োজনের নতুন সংস্করণে।

অংশগ্রহণকারীরা টুর্নামেন্টে মোট তিনটি ফরম্যাটে (টেবিল টেনিস — সিঙ্গলস ও ডাবলস; ব্যাডমিন্টন: শুধুমাত্র ডাবলস) প্রতিযোগিতা করার সুযোগ পাবেন। ১৬ই মে, শুক্রবার সকাল সাড়ে নয়টায় উদ্বোধনী অনুষ্ঠানের পর শুরু হবে খেলা। আর ১৭ মে শনিবার বিকাল ৫টায় টুর্নামেন্টের সমাপনী এবং পুরস্কার বিতরণী অনুষ্ঠান আয়োজিত হবে।
এই আয়োজনকে সফল করতে বেশ কিছু ব্র্যান্ড এগিয়ে এসেছে। এই টুর্নামেন্টের ইভেন্ট পার্টনার হিসেবে রয়েছে — সিটি ব্যাংক ও পূর্বানী গ্রুপ (প্রধান পৃষ্ঠপোষক); ইন্টারন্যাশনাল স্কুল ঢাকা (ভেন্যু পার্টনার); লিংচিয়ান (লজিস্টিকস পার্টনার); পোলার (আইসক্রিম পার্টনার); যমুনা টিভি (মিডিয়া পার্টনার); আকবরিয়া (ফুড পার্টনার); ঝিল ম্যাস্টেরিয়া (ক্যাফে পার্টনার) এবং অ্যাস্টার ফার্মেসি (জার্সি পার্টনার)। এই আয়োজনে কূটনৈতিকদের মধ্যে সম্পর্ক যেমন আরও দৃঢ় হবে, তেমনি অংশগ্রহণকারীদের মধ্যে সৌহার্দ্য ও সংস্কৃতির বিনিময়ও বাড়বে বলে প্রত্যাশা করা হচ্ছে।
এই অনন্য ক্রীড়া আয়োজনে অংশ নিচ্ছে ঢাকায় অবস্থিত বিভিন্ন দূতাবাস, হাই কমিশন ও আন্তর্জাতিক সংস্থার শতাধিক কূটনীতিক ও কর্মকর্তা। এই টুর্নামেন্টের মাধ্যমে বাংলাদেশের কূটনৈতিক এবং আন্তর্জাতিক সম্প্রদায়ের মাঝে সাংস্কৃতিক বিনিময়, সুস্থ প্রতিযোগিতা এবং পারস্পরিক বন্ধনের মনোভাব গড়ে তোলা সম্ভব হবে বলে আশাবাদী আয়োজকরা।