গাইবান্ধায় বাড়ীর টিনের চালে বিদ্যুৎ¯পৃষ্ট হয়ে ৩ ব্যক্তির মৃত্যু

প্রকাশিত: ৮:৪৯ অপরাহ্ণ, মে ১৫, ২০২৫

বর্তমান খবর,রংপুর ব্যুরো:

গাইবান্ধায় বাড়ির টিনের চালে বিদ্যুৎ¯পৃষ্ট হয়ে আফজাল হোসেন (৫৫), মিলন মিয়া (২৫) ও মোশারফ হোসেন (২৮) নামে তিন ব্যক্তির মৃত্যু হয়েছে। আজ ১৫ মে বৃহ¯পতিবার দুপুর ১টার দিকে সাঘাটা উপজেলার কামালেরপাড়া গ্রামে এ দুর্ঘটনা ঘটে।

এলাকাবাসী সূত্রে জানা যায়,মিলন মিয়া নিজ বাড়ির টিনের ঘরের উপর উঠে বাঁশঝাড় পরিষ্কারের কাজ করছিলেন। তার সঙ্গে ছিলেন গ্রাম স¤পর্কে চাচা আফজাল হোসেন। কাজ করার সময় টিনের ছাদে লেগে থাকা তারে দু’জনেই বিদ্যুৎ¯পৃষ্ট হন। নিচ থেকে প্রতিবেশী মোশারফ হোসেন তাদের উদ্ধার করতে গিয়ে তিনিও বিদ্যুৎ¯পৃষ্ট হয়ে পড়ে। পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে সাঘাটা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাদেরকে মৃত ঘোষণা করে।

ঘটনার পর থেকে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। নিহতদের পরিবারের সদস্যদের আহাজারিতে বাতাশ ভারি হয়ে উঠে। সাঘাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা বাদশাহ আলম বলেন, দুঘর্টনার সংবাদ পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। এটি অত্যন্ত দুঃখজনক দুর্ঘটনা।