
বর্তমান খবর,মৌলভীবাজার প্রতিনিধি:
গণহত্যাকারী ফ্যাসিবাদী আওয়ামী লীগের সব কার্যক্রম নিষিদ্ধ ঘোষণা হওয়ার সঙ্গে সঙ্গেই মৌলভীবাজারের শ্রীমঙ্গলে ছাত্র-জনতা আনন্দ উল্লাসে নিষিদ্ধ,নিষিদ্ধ’বলে স্লোগান দিতে থাকেন এবং আনন্দ-উল্লাসে স্লোগানে স্লোগানে উত্তাল হয়ে উঠেছে পুরো শহর।
এ সময় উপস্থিত ছাত্র-জনতা আনন্দ উল্লাসে ফেটে পড়েন,একজন আরেকজনের সাথে ঈদের মতো হাত মুছাফাহা-সহ কোলাকুলি করেন এবং ‘ঈদ মোবারক’ বলতেও শোনা যায়। পরে আনন্দ উল্লাসে করে মিছিল বের করে স্লোগানে স্লোগানে উত্তাল হয়ে উঠে শ্রীমঙ্গল চৌমুহনা,হবিগঞ্জ রোড,কলেজ রোড,স্টেশন রোড,মৌলভীবাজার রোড,রেল স্টেশন-সহ শহরের গুরুত্বপূর্ণ পয়েন্ট।

পুরো শহর মিছিল শেষে শ্রীমঙ্গল চৌমুহনা চত্বরে এসে সবাইকে মিষ্টি বিতরণ। শনিবার ১০ মে ২০২৫ইং রাতে অন্তর্বর্তী সরকারের উপদেষ্টাগন প্রায় তিন ঘণ্টা বৈঠক শেষে রাত ১১টার সময় অন্তর্বর্তীকালীন সরকারের আইন উপদেষ্টা আসিফ নজরুল সংবাদ সম্মেলনে এ ঘোষণা দেওয়ার পরে বিজয় উল্লাসে ফেটে পাড়েন শ্রীমঙ্গলে ছাত্র-জনতা।
ঘোষণাটি প্রচারিত হওয়ার সঙ্গে সঙ্গেই রাত সাড়ে ১১ টার সময় আনন্দ মিছিল বের করে শ্রীমঙ্গল বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতৃবৃন্দরা। এতে অংশ নেয় বাংলাদেশ জামায়াতে ইসলামী শ্রীমঙ্গল উপজেলা সেক্রেটারি মোঃ আশরাফুল ইসলাম কামরুল,জামায়াতে ইসলামী উপজেলা সহকারী সেক্রেটারি ও উপজেলা যুব বিভাগের সভাপতি মোঃ তারেক মাহফুজ,উপজেলা যুব বিভাগের সেক্রেটারি শুভ্র আকরাম হোসেন,জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) উপজেলা সমন্বয়ক নিলয় রশিদ,খেলাফত যুব মজলিসের মৌলভীবাজার জেলার সহ-সভাপতি ও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতা মোঃ মোজাহিদুল ইসলাম,ছাত্র মজলিস শ্রীমঙ্গল উপজেলা সভাপতি মোঃ নাঈম হাসান,উপজেলা ইসলামী ছাত্র শিবির সভাপতি মোঃ সাদিকুল ইসলাম,সেক্রেটারি সফিজ উদ্দিন,শ্রীমঙ্গল পৌরসভার সহ-সভাপতি মোঃ সাইফুল ইসলাম বুলবুল-সহ বিভিন্ন সংগঠনের নেতাকর্মীরা ও ছাত্র-জনতা প্রমুখ।