নর্দান ইউনিভার্সিটিতে ব্যবসায়িক ধারণা প্রতিযোগিতার উৎসবমুখর সমাপ্তি, শহীদ রমিজ উদ্দিন ক্যান্টনমেন্ট কলেজ চ্যাম্পিয়ন

প্রকাশিত: ৮:৩২ অপরাহ্ণ, মে ১০, ২০২৫

বর্তমান খবর,ডেস্ক রির্পোট:

নর্দান ইউনিভার্সিটি বাংলাদেশ (NUB)-এর স্থায়ী ক্যাম্পাসে আজ এক উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হলো “ব্যবসায়িক ধারণা প্রতিযোগিতা – কলেজ স্তর ২০২৫”-এর জাঁকজমকপূর্ণ সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

NUB ব্যবসায় প্রশাসন বিভাগের আয়োজনে প্রতিযোগিতায় সারাদেশের ২০টি কলেজ অংশগ্রহণ করে,যা কলেজ শিক্ষার্থীদের মধ্যে বিপুল উদ্দীপনা ও আগ্রহ সৃষ্টি করে। সামাজিক যোগাযোগ মাধ্যমে এই আয়োজন নিয়ে শিক্ষার্থীদের ব্যাপক অংশগ্রহণ ও প্রতিক্রিয়া লক্ষ্য করা গেছে। অংশগ্রহণকারীরা তাদের উদ্ভাবনী ব্যবসায়িক ধারণা ও উদ্যোক্তা মনোভাব প্রদর্শনের সুযোগ পায় এই মঞ্চে।

চূড়ান্ত প্রতিযোগিতায় শহীদ রমিজ উদ্দিন ক্যান্টনমেন্ট কলেজ বিজয়ী হয়। আফাজউদ্দিন মেমোরিয়াল কলেজ ও হারুন মোল্লা ডিগ্রি কলেজ যথাক্রমে রানার-আপ ও তৃতীয় স্থান অধিকার করে।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন NUB-এর মাননীয় উপাচার্য অধ্যাপক ড. ইঞ্জিনিয়ার মো. মুস্তাফিজুর রহমান। তিনি বিজয়ী দলের সদস্যদের হাতে ক্রেস্ট,সার্টিফিকেট ও পুরস্কারের অর্থ তুলে দেন।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন NUB-এর প্রো-ভাইস চ্যান্সেলর প্রফেসর ডক্টর লেফটেন্যান্ট কর্নেল (অব.) সরদার মাহমুদ হুসেন এবং রেজিস্ট্রার কমান্ডার (অব.) মোঃ মোস্তফা শহীদ। পুরো অনুষ্ঠানটি সঞ্চালনা করেন প্রতিযোগিতার অন্যতম আয়োজক বিবিএ প্রোগ্রামের কোঅর্ডিনেটর মোঃ আব্দুল কাদের।

এই প্রতিযোগিতার মাধ্যমে কলেজ শিক্ষার্থীদের মধ্যে উদ্ভাবনী চিন্তাভাবনা, উদ্যোক্তা গুণাবলি এবং বাস্তব জীবনভিত্তিক সমস্যা সমাধানে অংশগ্রহণের উৎসাহ বৃদ্ধি পেয়েছে বলে আয়োজকেরা জানান।