আইসিসিবিতে চিকিৎসা সরঞ্জাম প্রদর্শনীতে শশী হাসপাতালের স্টলে দর্শনার্থীদের উপচেপড়া ভিড়

খোন্দকার এরফান আলী বিপ্লব :
গত ৮ মে থেকে রাজধানীর ইন্টারন্যাশনাল কনভেনশন সিটি বসুন্ধরায় (আইসিসিবি) শুরু হয়েছে তিন দিনব্যাপী চিকিৎসা সরঞ্জাম, স্বাস্থ্য পর্যটন, খাদ্য ও কৃষি যন্ত্রপাতি প্রদর্শনী। এই প্রদর্শনীতে হল-৩ এ শশী হাসপাতালের (আকুপাংচার) স্টলটিতে ক্রেতা দর্শনার্থীদের উপচেপড়া ভিড় লক্ষ্য করা গেছে। সেখানে বাংলাদেশ আকুপাংচার এসোসিয়েশন এর সাধারণ সম্পাদক ও শশী হাসপাতালের (আকুপাংচার) চীফ কনসালটেন্ট, পাইওনিয়ার আকুপাংচার বিশেষজ্ঞ ডা,এস,এম শহীদুল ইসলাম (পিএইচডি) সরাসরি দর্শনার্থীদেরকে স্ট্রোক,স্ট্রোকজনিত প্যারালাইসিস বা অসাড়তা,কোমর ব্যথা,ঘার ব্যথা, মেরুদন্ড ব্যথা, হাঁটু ব্যথা, অস্ট্রিও-আর্থাইটিস, রিউমাটয়েড আর্থ্রাইটিস,হজমজনিত সমস্যা,পেটে আলসার,অ্যাজমা (হাঁপানি),অ্যালার্জি ও চর্মরোগ,যৌন সমস্যা,ডায়াবেটিস, স্থুলতা,মাদক নির্ভরশীলতা,হতাশা বা বিষণ্ণতা,গ্যাস্ট্রিক,দাঁত ব্যথা,কিডনি সমস্যা,ক্যান্সারের ব্যথা, স্কিনের সমস্যা প্রভৃতি বিষয়ে পরামর্শ প্রদান ও করণীয় সম্পর্কে অবহিত করেন।
এছাড়াও স্টলটিতে বিনামূল্যে দর্শনার্থীদেরকে স্কিন ও নানা ধরণের পরীক্ষা নীরিক্ষা করে তাৎক্ষণিকভাবে ফলাফল ও পরামর্শ প্রদান করা হয়। এসময় দর্শনার্থীদের মধ্যে ব্যাপক উৎসাহ উদ্দীপনা লক্ষ্য করা যায়। স্বনামধন্য আকুপাংচার বিশেষজ্ঞ ডাঃ এস, এম শহীদুল ইসলাম স্টলটিতে প্রদর্শীত নানা চিকিৎসা সরঞ্জাম সম্পর্কেও সকলকে অবহিত করেন।আজ মেলার শেষ দিনেও দর্শনার্থীরা এখান থেকে বিনামূল্যে আকুপাংচার চিকিৎসা বিষয়ে পরামর্শ ও সেবা গ্ৰহণ করতে পারবেন।
ডাঃ এস, এম শহীদুল ইসলাম এ প্রতিবেদককে জানান,বাংলাদেশে ২০২১ সালে তিনি সর্বপ্রথম শশী হাসপাতাল স্থাপনের মাধ্যমে আকুপাংচার বিষয়ক চিকিৎসা সেবা প্রদান শুরু করে বর্তমানে ঢাকার ২৪/১ চামেলীবাগ,শান্তিনগরের শান টাওয়ারে অবস্থিত শশী হাসপাতাল (আকুপাংচার) থেকেও সাধ্যের মধ্যেই চিকিৎসা সেবা গ্রহণ করা যাবে। শশী হেলথকেয়ার ডায়াগনস্টিক ল্যাবে সকল প্যাথলজি টেস্টে ৩০ পার্সেন্ট ডিসকাউন্ট পাওয়া যাবে।সেবার পাশাপাশি বিভিন্ন চিকিৎসা সরঞ্জাম সুলভ মূল্যে বিক্রয় ও বিক্রয়োত্তর সেবা প্রদান করে থাকে হাসপাতালটি।

উল্লেখ্য যে, কনফারেন্স অ্যান্ড এক্সিভিশন ম্যানেজমেন্ট সার্ভিসেস (সেমস-গ্লোবাল ইউএসএ) আয়োজিত তিন দিনের এ প্রদর্শনীতে চিকিৎসা সরঞ্জাম, স্বাস্থ্য পর্যটনের পাশাপাশি খাদ্য ও কৃষি যন্ত্রপাতির প্রতিও দর্শনার্থীদের ব্যাপক আগ্রহ লক্ষ্য করা যায়।
আয়োজকরা জানিয়েছেন এসব প্রদর্শনী একদিকে যেমন ক্রেতা ও বিক্রেতাদের জন্য একটি ওয়ানস্টপ প্লাটফর্ম হিসেবে কাজ করবে তেমনি অন্যদিকে পারস্পরিক জ্ঞান ও প্রযুক্তি আদান প্রদানের মাধ্যমে আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশের ভাবমূর্তি বৃদ্ধি পাবে।
প্রথমদিন উদ্বোধনী অনুষ্ঠানে গেষ্ট অব অনার ছিলেন নেদারল্যান্ডস দূতাবাসের ডেপুটি হেড অব মিশন থিজ উডস্ট্রা,বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ আ্যগ্ৰো-প্রসেসরস অ্যাসোসিয়েশনের (বাপা) সভাপতি মোঃ আবুল হাশেম, ইউরোপীয় ইউনিয়ন চেম্বার অব কমার্স ইন বাংলাদেশের চেয়ারপার্সন নুরিয়া লোপেজ, সেমস-গ্লোবাল ইউএসএ অ্যান্ড এশিয়া প্যাসিফিকের প্রেসিডেন্ট অ্যান্ড গ্ৰুপ ম্যানেজিং ডিরেক্টর মেহেরুন এন.ইসলাম।