যৌতুক ছাড়া বিয়ে করায় ২০ নবদ¤পতিকে জামায়াতের উপহার

প্রকাশিত: ৪:৪৫ অপরাহ্ণ, মে ৮, ২০২৫

বর্তমান খবর,রংপুর ব্যুরো:

যৌতুক ছাড়া বিয়ে করায় ২০ নবদ¤পতিকে সংবর্ধনা প্রদান দিয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। এছাড়া তাদের বিভিন্ন উপহার সামগ্রী দেওয়া হয়। গত ৭ মে বুধবার বিকালে রংপুরের গঙ্গাচড়া সরকারি মডেল উচ্চ বিদ্যালয় মাঠে বাংলাদেশ জামায়াতে ইসলামী ব্যতিক্রমী এ অনুষ্ঠানের আয়োজন করে।

নবদ¤পতিদের হাতে উপহার হিসেবে দেওয়া হয় খাট, আলমারি, তোশক, কম্বল, স্বর্ণালংকার, নগদ অর্থ এবং গৃহস্থালির প্রয়োজনীয় আসবাবপত্র। জামায়াতের উপহার পাওয়া মর্ণেয়া ইউনিয়নের মাসুদ নামে এক ব্যক্তি বলেন,যৗতুক নেওয়া ও দেওয়া ইসলামি শরিয়াতে হারাম।

এছাড়া বাংলাদেশের আইনেও নিষেধ। আর যৌতুক দিতে যে একটা পরিবারের কত কষ্ট হয় তা বুঝি। এ জন্য যৌতুক ছাড়া বিয়ে করেছি। উপহারসামগ্রী পাওয়া কোলকোন্দ ইউনিয়নের ভাই ভাই মোড় এলাকার তৌহিদুল ইসলাম ও উম্মে কুলসুম ঐশি নবদ¤পতি বলেন,আমরা দেখেছি যৌতুক নিয়ে পরিবারের অনেক ঝামেলা হয়। আমাদের দুই পরিবারের সিদ্ধান্তে আমরা যৌতুক ছাড়া বিয়ে করেছি।

আমাদের পরিবারের মাঝে কোনো প্রকার যৌতুক লেনদেন হয়নি। গজঘণ্টা ইউনিয়নের নবদ¤পতি নাহিদ হাসান ও শিরিনা আক্তার সীমা সাথে কথা হলে নাহিদ হাসান বলেন,আমাদেরকে ঢাকায় প্লেনে নিয়ে যেয়ে একটি অভিজাত হোটেলে বিয়ে অনুষ্ঠানে করা হয়। আমাদের আসবাপত্র দেওয়া হলো। জামায়াতে ইসলামীকে ধন্যবাদ আমাদেরকে নিয়ে এ ধরনের আয়োজন করার জন্য।

গঙ্গাচড়া মানব কল্যাণ ফাউন্ডেশনের সার্বিক তত্ত¡াবধানে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী রংপুর মহানগর শাখার সহকারী সেক্রেটারি অধ্যাপক রায়হান সিরাজী। বাংলাদেশ জামায়াতে ইসলামী উপজেলা শাখার আমির মাওলানা নায়েবুজ্জামানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রমুখ উপস্থিত ছিলেন উপজেলা নায়েবে আমির তাজ উদ্দিন, সেক্রেটারি মাওলানা সাইফুল ইসলাম, জামায়াত নেতা অধ্যক্ষ রোকনমুজ্জামান প্রমুখ।

নায়েবুজ্জামান বলেন, আমরা বিশ্বাস করি সমাজে ইতিবাচক পরিবর্তন আনতে হলে বাস্তবিক সহায়তা প্রয়োজন। যারা আর্থিকভাবে বিয়ের আয়োজন করতে অক্ষম, তাদের পাশে দাঁড়ানো আমাদের দায়িত্ব। সমাজে যৌতুকবিরোধী সচেতনতা বাড়বে এবং তরুণ প্রজন্মের মধ্যে মানবিক ও ধর্মীয় মূল্যবোধের বিকাশ ঘটবে। এই ধরনের কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত থাকবে। এর আগে গত ২১ এপ্রিল ঢাকায় একটি অভিজাত কমিউনিটি সেন্টারে জাঁকজমকপূর্ণভাবে তাদের যৌতুকবিহীন বিয়ে দেওয়া হয়।