নওগাঁর মান্দায় অবৈধ পুকুর খননের মাটি উত্তোলনে ইউএনওর অভিযান

প্রকাশিত: ৬:৪৯ অপরাহ্ণ, এপ্রিল ২২, ২০২৫

বর্তমান খবর,নওগাঁ প্রতিনিধি:

নওগাঁর মান্দা উপজেলার কাশোঁপাড়া ইউনিয়নের জাফরাবাদ (কুলিহার) গ্রামে অবৈধ পুকুর সংকারের মাটি খনন করে উত্তোলনে বহন করে ইটভাটায় নেওয়ার দায়ে মান্দা উপজেলার নির্বাহী অফিসার শাহ আলম মিয়া এক অভিযান পরিচালনা করছেন।

আজ মঙ্গলবার বিকাল ৫ টার সময় এ অভিযান পরিচালনা করেন। অভিযানকালে মোবাইল কোর্ট পরিচালনার মাধ্যমে ঘটনাস্থল থেকে একটি এক্সকেভেটর ও ১টি ট্রাক ব্যাটারি জব্দ করা হয়। এ অভিযানের সময় কাউকে না পাওয়া একটি এক্সকেভেটর ও ১টি ট্রাক ব্যাটারি জব্দ করা হয়।

ইউএনও শাহ আলম মিয়া জানান,অবৈধ মাটি ও বালু উত্তোলন বন্ধে নিয়মিত মোবাইল কোর্ট পরিচালিত হচ্ছে। পর্যায়ক্রমে প্রতিটি অবৈধ খাদে অভিযান পরিচালনা করা হবে। তিনি আরও বলেন,“মাটি খেকোদের দৌরাত্ম্য এতটাই বেশি যে,দিনের বেলায় উপজেলা প্রশাসনের চত্বরেও তাদের সোর্স ঘোরাফেরা করে।

প্রশাসনের কেউ মোবাইল কোর্ট পরিচালনায় বের হলে তারা আগেই সংবাদ পেয়ে যায়। এ কারণে রাতের আঁধারে অভিযান চালানো হবে। ”তিনি সাংবাদিক ও স্থানীয় জনগণের সহযোগিতা কামনা করে বলেন, “এদের দৌরাত্ম্য রোধে সবার সম্মিলিত প্রচেষ্টা প্রয়োজন। পরিবেশ রক্ষা ও জনস্বার্থে এই অভিযান অব্যাহত থাকবে।”