হেলিকপ্টারে রংপুরের মেয়ে উড়ে গেল শ্বশুর বাড়ী

প্রকাশিত: ৫:০৪ অপরাহ্ণ, ডিসেম্বর ১৩, ২০২৪

বর্তমান খবর,রংপুর ব্যুরো: রংপুরের মেয়ে সালেহা আক্তার লাবনীকে বিয়ে করে হেলিকপ্টারে নিয়ে গেলেন মৌলভীবাজারের কুলাউড়া উপজেলার নাজিম উদ্দীন চৌধুরী নামে এক শিক্ষানবিশ আইনজীবী। আজ ১৩ ডিসেম্বর শুক্রবার ২ লক্ষ ৬৬ হাজার টাকা পরিশোধ করে বিয়ে করেন তিনি।

বদরগঞ্জ উপজেলার বিষ্ণুপুর ইউনিয়নের ছোট হাজিপুর (বড় বানিয়াপাড়া) গ্রামের মো. লাভলু হোসেনের মেয়ে মোছ. সালেহা আক্তার লাবনী কুড়িগ্রাম নার্সিং কলেজ থেকে লেখাপড়া শেষ করে বর্তমানে সিলেট ওসমানী মেডিকেল কলেজে কর্মরত।

জানা যায়,মৌলভীবাজারের কুলাউড়া উপজেলার ভুকশী মাইল ইউনিয়নের জাবদা গ্রামের মো.রেনু মিয়া চৌধুরী চিকিৎসা নিতে সিলেট ওসমানী মেডিকেল কলেজে’ যান। সেখানে দেখা হয় নার্স সালেহা আক্তার লাবনীর। চিকিৎসা শেষে লাবনী’র বাবার মোবাইল নাম্বার নিয়ে যায় তিনি। পরবর্তীতে দুই পরিবারের সম্মতিতে লাবনী’র সাথে শিক্ষানবীশ আইনজীবি নাজিম উদ্দীন চৌধুরীর বিয়ের আলোচনা চুড়ান্ত হয়।

শুক্রবার নাজিম উদ্দীন চৌধুরী দুপুর ১২টার দিকে হেলিকপ্টার নিয়ে বদরগঞ্জের বিষ্ণুপুরে পৌঁছে বিয়ে নববধূকে নিয়ে মৌলভীবাজারের কুলাউড়া উপজেলার নিজ বাড়ীর উদ্দেশে আকাশ পথে চলে যান।