বর্তমান খবর,মৌলভীবাজার প্রতিনিধি: মৌলভীবাজারে রাজনগর উপজেলা বিএনপি’র কর্মী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। আজ শুক্রবার ১৩ ডিসেম্বর ২০২৪ ইং, সন্ধ্যায় রাজনগর সরকারী কলেজ মাঠে উপজেলা বিএনপি’র আয়োজেনে কর্মী সমাবেশ হয়।
এ সময় জেলা বিএনপি’র আহ্বায়ক এডভোকেট ফয়জুল করিম ময়ূনের সভাপতিত্বে আয়োজিত কর্মী সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বিএনপি’র জাতীয় নির্বাহী কমিটির সদস্য (মৌলভীবাজার সদর-রাজনগর) আসনের সাবেক এমপি ও সাবেক জেলা বিএনপি’র সভাপতি এম নাসের রহমান, প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন, জেলা বিএনপি’র সন্মানিত সদস্য সাবেক সদর উপজেলা চেয়ারম্যান ও জেলা বিএনপি’র সাবেক সাধারণ সম্পাদক মোঃ মিজানুর রহমান (ভিপি মিজান)।
জেলা বিএনপি’র আহ্বায়ক কিমটির সদস্য আবুল কালাম বেলালের সঞ্চালনায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন প্রবাসী বিএনপি নেতা জাতীয় নির্বাহী কমিটির সদস্য ফয়ছল আহমদ চৌধুরী, জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য এডভোকেট আবেদ রাজা, মোয়াজ্জেম হোসেন মাতুক,এমএ মুকিত,মোহম্মদ হেলু মিয়া, আশিক মোর্শারফ,ফখরুল ইসলাম,বকসি মিছবাউর রহমান,মতিন বক্স,মোহাম্মদ আব্দুর রহিম রিপন,মনোয়ার আহমেদ রহমান, আনিছুজ্জামান বায়েছ,স্বাগত কিশোর দাস চৌধুরী,মাহমুদুর রহমান,আশরাফুরজ্জামান খান নাহাজ,দূরুদ আহমদ,যুক্তরাজ্য স্বেচ্চাসেবক দলের নেতা জিয়াউর রহমান জিয়া প্রমুখ।
কর্মী সমাবেশে উপস্থিত ছিলেন জেলা বিএনপি সদস্য এডভোকেট বকসী জুবায়ের আহমদ, গাজী মারুফ, সাবেক জেলা বিএনপি’র সাংগঠনিক সম্পাদক ও মৌলভীবাজার পৌর বিএনপি’র সাবেক আহ্বায়ক মুজিবুর রহমান মজনু, সদর উপজেলা বিএনপি’র ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মারুফ আহমেদ,নর্থ ওয়েষ্ট বিএনপি’র সভাপতি এম এ সেলিম, জেলা যুবদলের সাধারণ সম্পাদক এম এ মুহিত, জেলা সেচ্ছাসেবক দলের সদস্য সচিব আহমেদ আহাদ, জেলা ছাত্রদলের সভাপতি রুবেল আহমদ,জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক আকিদুর রহমান সুহান, জেলা কৃষক দলের আহ্বায়ক শামীম আহমেদ, জেলা কৃষক দলের সদস্য সচিব মোনায়েম কবির, মৌলভীবাজার কলেজ ছাত্রদলের আহ্বায়ক জনি আহমদ-সহ যুবদল, ছাত্রদল,সেচ্ছাসেবক দল, মহিলা দল,কৃষক দল সহ অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
এ ছাড়াও রাজনগর উপজেলা বিএনপি’র কর্মীসভাবেশ জনসমাবেশে পরিণত হয়।