কাশিয়ানীতে বিএনপির মতবিনিময় সভা অনুষ্ঠিত

প্রকাশিত: ১০:০৭ অপরাহ্ণ, ডিসেম্বর ১৩, ২০২৪

বর্তমান খবর,কাশিয়ানী প্রতিনিধি: কোন প্রকার অপ্রিতিকর কাজে জড়ানো যাবে না। জণগনের নিরাপত্তা ও তাদের জানমালের হেফাজত করা রাজনৈতিক নেতাকর্মীদের দায়িত্বের মধ্যে পড়ে। গোপালগঞ্জ জেলার কাশিয়ানীতে বিএনপির ইউনিয়ন ও ওয়াডের পূর্ণাঙ্গ কমিটি গঠনের লক্ষ্যে উপজেলা বিএনপি আয়োজিত মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্য দিতে গিয়ে বিএনপির কেন্দ্রীয় কমিটির ফরিদপুর বিভাগের সাংগঠনিক সম্পাদক মোঃ সেলিমুজ্জামান সেলিম এসব কথা বলেন।

তিনি আরো বলেন,সেই সাথে জন সাধারনের সেবায় নিজেকে নিয়োজিত করতে হবে। তারেক রহমানের নেতৃত্বে আস্থা রেখে তার নির্দ্দেশ মত আমাদের কাজ করতে হবে। দলের হাতকে শক্তিশালী করতে আমাদের ঐক্যবদ্ধ ভাবে কাজ করতে হরে।

তিনি নেতাকর্মীদের জানান, বিভাগীয় পর্যায়ে কাজ শেষ করে জেলা ও উপজেলা পর্যায়ে সভা করছি। এই সভা তার এশটি অংশ।উপজেলা বিএনপির সভাপতি মোঃ গোলাম মোস্তাফা মোল্যার সভাপতিত্বে সাধারন সম্পাদক শেখ মোঃ সেলিমের সঞ্চালনায় বক্তব্য রাখেন জেলা আহবায় শরীফ রফিকুজ্জামান,যুগ্ম আহবায়ক এ্যাড.কাজি আবুল খায়ের, সদস্য এ্যাড.মোঃ তৌফিক ইসলাম, উপজেলা সহ সভাপতি মোঃ হাসানুজ্জামান মিল্টন, যুগ্ম সাধারন সম্পাদক মোঃ হিরো মৃধা, সাংগঠনিক সম্পাদক মোঃ জায়েদুর রহমান জায়দার, ডা.সোহান, মানব বিষয়ক সম্পাদক মোঃ মোরাদ হোসেন মৃধা, ছাত্র বিষয়ক সম্পাদক মোঃ বিল্লাল হোসেন,যুবদলের সভাপতি এনামুল হক শিমুল, সাধারণ সম্পাদক আরিফুর ইসলাম পাভেল, সেচ্ছা সেবক দলের আহবায়ক মোঃ ফোরকান শরীফ টিটো,সদস্য সচিব মোঃ মিলন খান,ছাত্র দলের সভাপতি মোঃ সোহেল প্রমুথ।