দিঘলিয়ায় বিভিন্ন মামলার সাজাপ্রাপ্ত ৪ আসামী আটক ।

প্রকাশিত: ৫:০৩ অপরাহ্ণ, ডিসেম্বর ১২, ২০২৪

বর্তমান খবর,দিঘলিয়া(খুলনা)প্রতিনিধি ।। দিঘলিয়ায় গ্রেফতারী পরোয়ানাভুক্ত ও চাঁদাবাজি মামলা ও সাজাপ্রাপ্ত ৪ আসামী আটক।

দিঘলিয়া থানা পুলিশের নিয়মিত অভিযানে বিভিন্ন মামলার সাজাপ্রাপ্ত ও এজাহার ভুক্ত ৪ আসামী আটক করেছে দিঘলিয়া থানা পুলিশ। গতকাল ১১ ডিসেম্বর রাতে দিঘলিয়া থানা পুলিশের অফিসার ইনচার্জ ওসি এইচ এম শাহীন এর দিকনির্দেশনায় দিঘলিয়া থানা পুলিশের অফিসার ইনচার্জ ওসি এইচ এম শাহীনসহ অভিযান পরিচালনা করেন।

অভিযান আরো ছিলেন এসআই(নিঃ) রাজেত আলী,এসআই(নিঃ) শেখ এসআই(নিঃ) শেখ তারেক আহমেদ। এএসআই(নিঃ) মোঃ জাহিদুর। এএসআই(নিঃ) সবুজ হাওলাদার,এসআই সঞ্জিত সাহা, এএসআই মনির এবং সঙ্গীয় ফোর্স সহ উক্ত অভিযান পরিচালনা করেন।

আটককৃত আসামীরা হলো ১। পানিগাতী গ্রামের বাসিন্দা মৃত: মকবুল বিশ্বাস এর পুএ আকরাম বিশ্বাস, ২ বছরের সশ্রম কারাদণ্ড প্রাপ্ত আসামি। ২। পানিগাতী গ্রামের বাসিন্দা মোন্তাজ মল্লিক এর পুএ মাহামুদুল হাসান (মুন্না), ১ বছর ৩ মাসের সশ্রম কারাদণ্ড প্রাপ্ত আসামি, ৩। সেনহাটি ইউনিয়ন এর ৭ নং ওয়ার্ড এলাকার বাসিন্দা মুরাদ হোসেন এর পুএ শাহজালাল (সান্ত)।

১১০/২৪ এর গ্রেফতারী পরোয়ানাভুক্ত আসামি ও ১০ তারিখ এর চাঁদাবাজি মামলার এজাহার ভুক্ত ২ নং আসামী। ৪। সেনহাটি মসজিদ পাড়া এলাকার বাসিন্দা সামাদ তালুকদার এর পুএ নুর মোহাম্মদ, ১০ তারিখের চাঁদাবাজি মামলায় তদন্তে সন্দিগ্ধ আসামি কে আটক করে দিঘলিয়া থানা পুলিশ।

এ বিষয়ে দিঘলিয়া থানা পুলিশের অফিসার ইনচার্জ ওসি এইচ এম শাহীন জানান, চলমান অভিযান অব্যাহত থাকবে।