কাশিয়ানীতে আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ ও বেগম রোকেয়া দিবস উদযাপন

প্রকাশিত: ৫:২০ অপরাহ্ণ, ডিসেম্বর ১১, ২০২৪

বর্তমান খবর,কাশিয়ানী প্রতিনিধি ।। গোপালগঞ্জ জেলার কাশিয়ানী উপজেলায় আজ সকল (১০) সময় আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ ও বেগম রোকেয়া দিবস অনুষ্ঠিত হয়েছে। নারী কন্যা সুরক্ষা করি, সহিংসতমুক্ত বিশ্ব গড়ি এই প্রতিপাদ্যকে সামনে রেখে, সারা বিশ্বব্যাপী আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ ও বেগম রোকেয়া দিবসের আয়োজন করেছেন কাশি নিয়ে উপজেলা প্রশাসন ও উপজেলা মহিলা বিষয়ক কার্যালয়ের মাধ্যমে বর্ণাঢ্য শোভাযাত্রা ও আলোচনা সভা উপজেলা দোতলা হলরুমে অনুষ্ঠিত হয়েছে।

উক্ত আলোচনা সভায় উপজেলা নির্বাহী কর্মকর্তা, ফারজানা জান্নাতের সভাপতিত্বে এবং উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা শ্রীময় বাগচীর সঞ্চালনায় উপস্থিত ছিলেন, ডাঃ মওসুফা বিনতে রেজা,পরিবার পরিকল্পনা কর্মকর্তা কাশিয়ানী স্বাস্থ্য কমপ্লেক্স,উপজেলা সমাজসেবা কর্মকর্তা বজলুর রশিদ,উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা এস এম মনোয়ার মাহমুদ,উপজেলা খাদ্য নিয়ন্ত্রক কর্মকর্তা মোহাম্মদ আমিনুল ইসলাম উপজেলা সমবায় কর্মকর্তা মোঃ মুরাদ আলী সহ বিভিন্ন ইউনিয়নের কিশোর কিশোরী ক্লাব এর আবৃতি শিক্ষক শিক্ষিকা এবং উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা ও কর্মচারী সেইসাথে আরো উপস্থিত ছিলেন বিভিন্ন সাংবাদিক সংগঠনের সাংবাদিক নেতৃবৃন্দ প্রমুখ পরিশেষে শ্রেষ্ঠ জয়তিদের সম্মাননা ক্রেস্ট প্রদান করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ফারজানার জান্নাত।