বর্তমান খবর,কাশিয়ানী(গোপালগঞ্জ)প্রতিনিধি: বিয়ের প্রলোভন দেখিয়ে তরুণীকে ধর্ষণ করার অভিযোগ উঠেছে রাজিব শেখ (২৫) নামে এক যুবকের বিরুদ্ধে। স্ত্রীর স্বীকৃতি চেয়ে না পেয়ে আদালতে মামলা করেছেন ভূক্তভোগী তরুণী।
অভিযুক্ত যুবক নড়াইল জেলার নড়াগাতি থানার জয়নগর গ্রামের আব্দুল মান্নান শেখের ছেলে। ভূক্তভোগী ওই তরুণীর বাড়ি গোপালগঞ্জের কাশিয়ানী উপজেলার বেথুড়ী ইউনিয়নের সাধুহাটি গ্রামে।
মামলা সূত্রে জানা গেছে, ২০১৯ সালে মুঠোফোনের মাধ্যমে ওই তরুণীর সাথে পরিচয় হয় রাজিব শেখের। এক পর্যায় তাদের মধ্যে প্রেমের সম্পর্ক গড়ে উঠে। এরই মধ্যে রাজিব তাকে বিভিন্ন স্থানে বেড়াতে নিয়ে যায়। সেখানে বিয়ের প্রলোভন দেখিয়ে তরুণীর ইচ্ছার বিরুদ্ধে একাধিকবার শারীরিক সম্পর্ক করে। বিয়ের মাধ্যমে সামাজিক স্বীকৃতি দেওয়ার জন্য রাজিবকে চাপ প্রয়োগ করেন ওই তরুণী। এরই মধ্যে যোগাযোগ বন্ধ করে দেয় রাজিব। কোন উপায় না পেয়ে ওই তরুণী রাজিবের বাড়িতে গিয়ে উঠে।
এ সময় রাজিবের পরিবারের লোকজন তাকে অকথ্য ভাষায় গালাগাল করে এবং প্রাণনাশের হুমকি দেয়। পরে ওই বাড়ি থেকে চলে আসতে বাধ্য হয় তরুণী। বিষয়টি নিয়ে স্থানীয় গণ্যমান্য ব্যক্তিদের দ্বারে দ্বারে ঘুরেও কোন বিচার পায়নি তরুণী। পরে নিরুপায় হয়ে গত ১৩ নভেম্বর আদালতে মামলা করেন তিনি। আদালত মামলাটি আমলে নিয়ে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই) পুলিশ সুপারকে তদন্ত করে প্রতিবেদন দাখিলের নির্দেশ দেন।
ভূক্তভোগী তরুণীর অভিযোগ, ‘রাজিবের সাথে তার দীর্ঘদিনের প্রেমের সম্পর্ক। রাজিব বিয়ের প্রতিশ্রুতি দিয়ে স্বামী-স্ত্রী পরিচয় দিয়ে বিভিন্ন স্থানে বেড়ানোর কথা বলে নিয়ে একাধিকবার শারীরিক সম্পর্ক করেছে। বিয়ের কথা বললে রাজিব নানা তালবাহানা করে। সামাজিকভাবে বিচার চেয়ে না পেয়ে আদালতে মামলা করেছেন। এখন রাজিব মুঠোফোনে ওই তরুণীকে বিভিন্ন ধরণের হুমকি দিচ্ছেন বলে অভিযোগ ভূক্তভোগীর।
এ বিষয় অভিযুক্ত রাজিব শেখ প্রেমের সম্পর্কের কথা স্বীকার করে বলেন, ‘সে যেহেতু আমার নামে মামলা করেছে, এখন আমি তাকে বিয়ে করবো কেন। সে আমাকে ঘোরার কথা বলে গোপালগঞ্জে নিয়ে আটকে টাকা আদায় করেছে। এখন সে আমাকে মিথ্যাভাবে ফাঁসানোর জন্য এসব করছে।’
গোপালগঞ্জ পিবিআইর পুলিশ সুপার মো. আল মামুন শিকদার বলেন, ‘আদালতের মামলার কপি পেলে তদন্তপূর্বক ব্যবস্থা নেওয়া হবে।’