বর্তমান খবর,নিজস্ব প্রতিনিথি ।। বেলজিয়ামে অনুষ্ঠিতব্য ২য় ইউরোপীয়ান কনভোকেশান ও ৭ম আন্তর্জাতিক শিল্পকর্ম প্রদর্শনী, সেমিনার ও কর্মশালায় বাংলাদেশর প্রতিনিধি হিসেবে আমন্ত্রিত হয়েছেন সাংবাদিক, গবেষক, চলচ্চিত্রকর্মী ও অভিনেতা খোন্দকার এরফান আলী।
আগামী ২৪ থেকে ২৬ জানুয়ারি,২০২৫ বেলজিয়াম, নেদারল্যান্ডস এবং জার্মানির সর্বভারতীয় সঙ্গীত ও সংস্কৃতি পরিষদের অধীভূক্ত কেন্দ্রধারকদের ব্যবস্থাপনায় সেমিনার ও কর্মশালাটি অনুষ্ঠিত হতে যাচ্ছে। নির্ধারিত সেমিনারে তিনি ভারতীয় শিল্প-সংস্কৃতিসহ আন্তর্জাতিক সাংস্কৃতিক কার্যকলাপ ও শিল্প প্রদর্শনীর উপর একটি প্রবন্ধ উপস্থাপন করবেন। সেমিনার ও কর্মশালায় অংশগ্রহণের যাবতীয় ব্যয়ভার আয়োজনকারী কর্তৃপক্ষ বহন করবেন।
উল্লেখ্য যে,খোন্দকার এরফান আলী দীর্ঘ দুই যুগেরও বেশি সময় ধরে সাংবাদিকতা পেশায় নিয়োজিত রয়েছেন। এর মাঝে তিনি দীর্ঘ সময় গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অধীন বাংলাদেশ চলচ্চিত্র ও টেলিভিশন ইনস্টিটিউট এ কোর্স সমন্বয়ক হিসেবেও দায়িত্ব পালন করছেন।
ইতিপূর্বে একই মন্ত্রণালয়ের অধীন বাংলাদেশ ফিল্ম আর্কাইভের গবেষণা ফেলো মনোনীত হয়ে সরকারি একটি গবেষণাকর্ম সম্পাদনা করেছেন। তিনি সরকারি বেসরকারি প্রযোজনায় বিভিন্ন চলচ্চিত্র,বিজ্ঞাপনচিত্র ও টেলিভিশন নাটকে অভিনয় করে খ্যাতি অর্জন করেছেন।
এছাড়াও তিনি চলচ্চিত্র নির্মাণের সাথে জড়িত রয়েছেন। বর্তমানে তিনি স্বনামধন্য বিনোদন ম্যাগাজিন ‘আনন্দ বিনোদন‘ এর বার্তা সম্পাদক,বাংলাদেশ চলচ্চিত্র সহকারী পরিচালক সমিতির সদস্যসহ একাধিক সামাজিক,সাংস্কৃতিক ও সাংবাদিক সংগঠনের গুরুত্বপূর্ণ পদে থেকে দায়িত্ব পালন করে চলেছেন।