নাটোরে ভোরের চেতনা পত্রিকার ২৬ তম বর্ষপূর্তী উদযাপিত

প্রকাশিত: ৬:২৬ অপরাহ্ণ, নভেম্বর ১৫, ২০২৪

বর্তমান খবর,নাটোর প্রতিনিধি ।। নাটোরে ভোরের চেতনা পত্রিকার ২৬ তম বর্ষপূর্তী উদযাপিত হয়েছে। আজ শুক্রবার (১৫ নভেম্বর)সকাল ১০ ঘটিকার সময় নাটোর ইউনিক প্রেসক্লাবে কেক কাটা, আলোচনা সভা ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়।

ভোরের চেতনা পত্রিকার লালপুর প্রতিনিধি মোঃ শামসুল ইসলামের আমন্ত্রণে উক্ত অনুষ্ঠানের সভাপতিত্ব করেন ভোরের চেতনা পত্রিকার নাটোর জেলা প্রতিনিধি মোঃ শরিফুল ইসলাম।

উক্ত অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন,ইউনিক প্রেসক্লাবের সভাপতি চ্যানেল ২৪ নাটোর প্রতিনিধি দেবাষিষ কুমার সরকার। এ ছাড়াও বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন, একুশে টেলিভিশনের বীর মুক্তিযোদ্ধা নবীউল রহমান পিপলু, ইউনিক প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ৭১ টেলিভিশন ও দা ডেইলি স্টার নাটোর প্রতিনিধি বুলবুল আহমেদ,নাটোর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ও যমুনা টিভির সিনিয়র করসপেন্ডেন্ট নাজমুল হাসান,মোহনা টেলিভিশনের নাটোর প্রতিনিধি মো:রাসেদুল ইসলাম,ভোরের চেতনার পত্রিকার বড়াইগ্রাম উপজেলা প্রতিনিধি মো:কায়েস উদ্দিন ,সিংড়া উপজেলা প্রতিনিধি ফারুক,লালপুর উপজেলা প্রতিনিধি মোঃ শামসুল ইসলাম,বড়াইগ্রাম কেন্দ্রীয় প্রেসক্লাবের যুগ্ম সাধারণ সম্পাদক ও দৈনিক আজকের বসুন্ধরা পত্রিকার উপজেলা প্রতিনিধি মোঃ শাহাবুদ্দিন ইসলাম শিহাব,বড়াইগ্রাম কেন্দ্রীয় প্রেসক্লাবের সভাপতি পিকে এম আ:বারী,বড়াইগ্রাম কেন্দ্রীয় প্রেসক্লাবের সাধারন সম্পাদক মো: দেলোয়ার হোসেন লাইফ,রফিকুল ইসলাম নান্টু প্রতিদিনের সংবাদ,চ্যানেল আইয়ের ফরহাদ, এছাড়া ইউনিক প্রেসক্লাবের মনজুরুল ইসলাম,সুইট,সাজেদুর রহমান,ফিরোজ আহমেদ,জাহিদুল ইসলাম সোহাগ,বুলবুল আহমেদ,সজিবুর এ সময় আরো গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিল।

এ সময় বিভিন্ন সাংবাদিকরা বক্তব্যে বলেন ভোরের চেতনার পত্রিকাটি পড়ার সময় দেখা যায় সকল নিউজই মানসম্মত,উন্নয়নমূলক খবরা-খবর,বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশন করে থাকে । মুক্তিযুদ্ধ, স্বাধীনতা ও দেশপ্রেমের চেতনায় ভোরের চেতনা পত্রিকাটি গণমানুষের কণ্ঠস্বর হয়ে এগিয়ে চলুক দুর্বার গতিতে।

অনুষ্ঠানের সঞ্চালনা করেন ভোরের চেতনা পত্রিকার লালপুর প্রতিনিধি মোঃ শামসুল ইসলাম। অনুষ্ঠানে বক্তারা ভোরের চেতনা পত্রিকার সফলতা কামনা, বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের মাধ্যমে অন্যায় অনিয়ম তুলে ধরার আহ্বান জানান।