রংপুরে মাইক্রোবাস-মোটরসাইকেল সংঘর্ষে নিহত ১

প্রকাশিত: ৬:৪৩ অপরাহ্ণ, নভেম্বর ৮, ২০২৪

বর্তমান খবর,রংপুর ব্যুরো: রংপুরে মাইক্রোবাস-মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষে মাজেদুল ইসলাম (৪২) নামে এক ধান ব্যবসায়ী নিহত হয়েছে। গত বৃহ¯পতিবার দিবাগত রাত সাড়ে ৯টার দিকে রংপুর-দিনাজপুর মহাসড়কে তারাগঞ্জ উপজেলার ব্রাদার্স হিমাগারের পাশে এ দুর্ঘটনা ঘটে। নিহত মাজেদুল ইসলামের বাড়ী উপজেলার দামোদরপুর কাজীপাড়া গ্রামে।

তারাগঞ্জ হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোস্তাফিজুর রহমান বলেন, মাজেদুল ইসলাম তারাগঞ্জে ব্যবসায়িক কাজ শেষে রাত ৯টার দিকে মোটরসাইকেলে বাড়ি ফিরছিলেন। পথে ব্রাদার্স হিমাগারের সামনে তার মোটরসাইকেলের সাথে সৈয়দপুরগামী একটি মাইক্রোবাসের সাথে মুখোমুখি সংর্ঘষে ঘটনাস্থলেই তিনি মারা যান। দুর্ঘটনা কবলিত মাইক্রোবাসটির চালক পালিয়ে যায়। তবে মাইক্রোবাসটি আটক করা হয়েছে।