সেনাবাহিনীর উদ্যোগে বন্যায় ক্ষতিগ্রস্থ অসহায় পরিবারের মাঝে আর্থিক অনুদান ও ডেউটিন বিতরণ

প্রকাশিত: ৪:২৪ অপরাহ্ণ, নভেম্বর ৫, ২০২৪

বর্তমান খবর,খাগড়াছড়ি প্রতিনিধিঃ খাগড়াছড়ি জেলার পানছড়ি সাব জোনের উদ্যোগে বন্যায় ক্ষতিগ্রস্থ পরিবারের মাঝে আর্থিক অনুদান ও ডেউটিন বিতরণ করা হয়েছে।

৫ নভেম্বর (মঙ্গলবার) বেলা ১২ টার সময় পানছড়ি সাব জোনের আওতাধীন বিভিন্ন এলাকার (পানছড়ি বাজার, দমদম, টিএন্ডটি টিলা, তালুকদারপাড়া, কলাবাগান, ত্রিপুরা পাড়া) ১১টি ক্ষতিগ্রন্থ অসহায় পরিবারের মাঝে সর্বমোট ৪০ হাজার টাকার আর্থিক অনুদান প্রদান করা হয়েছে। উক্ত অনুদান সামগ্রী বিতরণ কার্যক্রমে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পানছড়ি সাব জোন কমান্ডার মেজর মোঃ জায়েদ- উর-রহমান-অয়ন, এবং লেঃ মোঃ সাদ হোসেন।

প্রধান অতিথি বলেন,পার্বত্য চট্টগ্রামে সম্প্রীতির নিদর্শন স্বরূপ খাগড়াছড়ি জোন কর্তৃক এই ধরনের কার্যক্রম পরিচালনা করে আসছে এবং ভবিষ্যতেও এ ধরণের কার্যক্রম অব্যাহত রাখবে। ধর্ম, বর্ণ নির্বিশেষে সকলে আমরা এক সাথে থাকবো এবং একে অপরকে সহায়তা করবো।