বর্তমান খবর,সদরপুর(ফরিদপুর)প্রতিনিধিঃ ফরিদপুরে সদরপুরে উন্নত প্রযুক্তিনির্ভর পাট ও পাটবীজ উৎপাদন এবং স¤প্রসারণ (১ম সংশোধিত) শীর্ষক প্রকল্পের আওতায় পাট ও পাটবিজ উৎপাদন কলাকৌশল বিষয়ে আজ সোমবার সকাল ৯টা থেকে বিকেল ৩টা পর্যন্ত এ প্রশিক্ষণ হয়।
প্রশিক্ষণে সদরপুর উপজেলার প্রান্তিক পর্যায়ের বিভিন্ন ইউনিয়নের ৭৫জন পাটচাষী অংশগ্রহনে তাদের মাঝে এবং নাবী পাটবীজ উৎপাদনকারী চাষিদের মধ্যে ২য় পর্যায়ে পাটবীজ,রাসায়নিক সার ও ৫০ এমএল কীটনাশক বিনামূল্যে বিতরণ করা হয়।
সদরপুর উপজেলা পাট উন্নয়ন কর্মকর্তা মোঃ মতিয়ার রহমানের সঞ্চালনে ও উপজেলা নির্বাহী অফিসার জনাব মোহাম্মদ ফয়সাল বিন করিম (অঃদাঃ) সভাপতিত্ব করেন।
এ সময় বক্তব্য রাখেন,ফরিদপুর কৃষি স¤প্রসারন অতিরিক্ত উপ-পরিচালক মোঃ রাকিবুল ইসলাম,উপজেলা কৃষি অফিসার নিটুল রায় এবং জেলা পাট উন্নয়ন কর্মকর্তা তারেক মোঃ লুৎফুল আমিন সহ অন্যান্যরা।
উন্নত প্রযুক্তিনির্ভর পাট ও পাটবীজ উৎপাদন এবং সম্প্রসারণ (১ম সংশোধিত) শীর্ষক প্রকল্পের আওতায় পাট ও পাটবীজ উৎপাদন কলাকৌশল বিষয়ে আজ সকাল ৯টা থেকে বিকেল ৩টা পর্যন্ত এ প্রশিক্ষণ হয়।
প্রশিক্ষণে উপজেলার প্রান্তিক পর্যায়ের বিভিন্ন ইউনিয়নের ৭৫জন পাটচাষী অংশগ্রহণ নেয় এবং নাবী পাটবীজ উৎপাদনকারী চাষিদের মধ্যে ২য় পর্যায়ে পাটবীজ, রাসায়নিক সার ও ৫০ এমএল কীটনাশক বিনামূল্যে বিতরণ করা হয়।