বরগুনায় স্কুল ও কলেজে "উসসাস" এর বৃক্ষরোপণ কর্মসূচি পালিত
বরগুনায় স্কুল ও কলেজে “উসসাস” এর বৃক্ষরোপণ কর্মসূচি পালিত
বর্তমান খবর,বরগুনা প্রতিনিধি : “সমৃদ্ধ জীবনের জন্য চাই সুস্থ পরিবেশ” এই পতিপাদ্যকে সামনে রেখে প্রাণ-প্রকৃতি ও জীববৈচিত্র্য রক্ষায় সামাজিক বনায়ন সৃজন উপলক্ষে “উপকূলীয় সূর্য সামাজিক সংস্থা’র আয়োজনে সদর উপজেলা প্রশাসনের সহোযোগিতায় বরগুনায় মাসব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচীর ন্যায় বিভিন্ন স্কুল ও কলেজ ক্যাম্পাসে বৃক্ষরোপণ কর্মসূচি পালন করা হয়েছে।
বৃহস্পতিবার (২২ আগষ্ট) সকাল সারে এগারোটায় বরগুনা সরকারি মহিলা কলেজ এবং দুপুর সারে বারোটায় বরগুনা সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় ক্যাম্পাসে শিক্ষক ও শিক্ষার্থীদের নিয়ে পলাশ ফুল ও নারিকেল ফলজ গাছ রোপণ করা হয়েছে।
এসময় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বরগুনা সরকারি মহিলা কলেজের সাবেক অধ্যক্ষ প্রফেসর মোঃ আবদুস সালাম, ভারপ্রাপ্ত অধ্যক্ষ (সহযোগী অধ্যাপক) মোহাম্মদ মনজুরুল আলম, সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ আবুল কালাম, বাংলা নিউজ ২৪.কম এর জেলা প্রতিনিধি সাংবাদিক জাহিদুল ইসলাম মেহেদী ,”উপকূলীয় সূর্য সামাজিক সংস্থা’র প্রধান নির্বাহী মোঃ অলিউল্লাহ্ ইমরান।
বরগুনা সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ আবুল কালাম (বিসিএস) বলেন, “উসসাস” এর আয়োজনে ফুল ও ফলজ গাছ রোপণ করা হয়েছে। তবে পলাশ ফুল গাছটি সত্যি সৌন্দর্য বর্ধন করার মতো একটি গাছ। মেইন ফটকেই পলাশ ফুলের একটি গাছ রোপণ করা হয়েছে। গাছটি বড়ো হলে অবশ্যই প্রতিষ্ঠানটিকে সৌন্দর্য বর্ধনে কাজ করবে। এছাড়াও আমাদের শিক্ষার্থীরাও আজ থেকে গাছ লাগানোর উৎসাহ পেল।
এ সময় বরগুনা সরকারি মহিলা কলেজের সাবেক অধ্যক্ষ আব্দুস সালাম শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলেন, আজকের “উপকূলীয় সূর্য সামাজিক সংস্থা” (উসসাস) এর বৃক্ষরোপণ কর্মসূচিটা তোমাদের- আমাদের অনুপ্রেরণা। আমাদের বেঁচে থাকতে হলে বৃক্ষরোপণ ছাড়া কোন উপায় নেই। অক্সিজেন নিতে হলে সবাই সবার জায়গা থেকে বেশি বেশি গাছ রোপণ করতে হবে। তাহলেই আমারা প্রাণ- প্রকৃতি, সুন্দর পরিবেশ- বনায়ন সৃজন গড়ে তুলতে পারবো। শুধু এই সংস্থা নয় সবাইকে সবার জায়গা থেকে বৃক্ষরোপণ করার আহ্বান জানান তিনি।
বৃক্ষরোপণ কালে উপস্থিত ছিলেন, “উসসাস” এর সিঃ সহ-সভাপতি মোঃ ইয়াকুব, “উসসাস” এর দপ্তর ও প্রচার সম্পাদক সবুজ আহমেদ, বরগুনা সরকারি মহিলা কলেজ ও সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক বৃন্দ ”উসসাসে’র সেচ্ছাসেবী টিমের সদস্য মাহদি ইসলাম সালমান, বাইজিদ ইসলাম, শিক্ষার্থী সহ প্রমুখ।