"আওয়ামী লীগের রাজনীতি আগামী ২০বছরে বাংলাদেশের মাটিতে হবে না" - সাবেক এমপি সুলতান মাহমুদ
“আওয়ামী লীগের রাজনীতি আগামী ২০বছরে বাংলাদেশের মাটিতে হবে না” – সাবেক এমপি সুলতান মাহমুদ
বর্তমান খবর,জামালপুর প্রতিনিধি: আওয়ামী লীগের রাজনীতি অন্ততপক্ষে আগামী ২০বছর বাংলাদেশে মাটিতে হবে না বলে মন্তব্য করেছেন জামালপুর -২(ইসলামপুর) আসনের সাবেক সংসদ সদস্য ও ইসলামপুর উপজেলার বিএনপির সভাপতি সুলতান মাহমুদ বাবু।
তিনি আরও বলেছেন, ছাত্র জনতার গণঅভ্যুত্থান এর মধ্য দিয়ে স্বৈরাচার শেখ হাসিনার পতন হয়েছে। এখন বিএনপির দাবী নির্দলীয় নিরেপেক্ষ সরকারের অধিনে নির্বাচন দিয়ে মানুষের অধিকার প্রতিষ্ঠা করা। যেহেতু একটি কালো অধ্যায় দেশ থেকে চলে গেছে; এখন দায়িত্ব আমাদের। আমরা জনগণের জন্য, গণমানুষের জন্য আছি।
তিনি আরে বলেন,আপনাদের বাড়ীঘর ভাংছে কেউ ক্ষুব্ধ হয়ে। আর কোন ভাংচুর যেন না হয়। তাই সমাবেশ থেকে সাবাইকে শান্ত হয়ে বাড়ী যাওয়ার আহব্বান জানান বিএনপির এই সাবেক সংসদ সদস্য সুলতান মাহমুদ বাবু।
বৃহস্পতিবার (৮আগষ্ট) দুপুরে ইসলামপুর উপজেলা বিএনপি আয়োজনে স্হানীয় ঐতিহাসিক বটতলা চত্বরে সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এসে এসব কথা বলেন তিনি।
এ সময় উপস্থিত ছিলেন উপজেলা বিএনপি সাধারণ সম্পাদক নুরুল ইসলাম নবাব,সহসভাপতি শাহিন খান,সাংগঠনিক সম্পাদক হাফিজুর রহমান,সহ সাংগঠনিক সম্পাদক আবির আহম্মেদ বিপুল,পৌর বিএনপি সভাপতি রেজাউল করিম ঢালী,সিনিয়র সহসভাপতি ডা.শাহিনুর রহমান শাহিন ও যুগ্ম সাধারণ সভা রাশেদুল হক,সদস্য কারামুক্ত হাতেম আলী সাদাসহ উপজেলা,বিভিন্ন ইউনিয়ন ও পৌর শাখা বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।