স্ত্রীকে হত্যা করে স্বামীর আত্মসমর্পণ

প্রকাশিত: ৬:২২ অপরাহ্ণ, মে ৫, ২০২৪

বর্তমান খবর,মৌলভীবাজার প্রতিনিধি: মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার সদর ইউনিয়নের বাঘমারা এলাকায় স্বামীর দায়ের কোপে নিহত হয়েছেন স্ত্রী শিল্পী বেগম। ঘটনার পর স্বামী নিজেই থানায় এসে আত্মসমর্পণ করেছেন।

পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, চলতি বছরের রমজান মাসের পূর্বে সৌদি আরবে যান শিল্পী বেগম। গতকাল শনিবার (৪ মে) রাতে সৌদি আরব থেকে দেশে ফেরত আসেন।

আজ রবিবার ০৫ মে ২০২৪ইং, সকালে স্বামী সফর আলীর বাড়িতে যান শিল্পী বেগম। বাড়ি ফেরার পর পারিবারিক কলহের জের ধরে স্বামী সফর আলী দেশীয় দা দিয়ে স্ত্রীকে আঘাত করলে ঘটনাস্থলেই শিল্পী বেগম মারা যান। এরপর স্বামী সফর আলী নিজে থানায় এসে আত্মসমর্পণ করেন। পরে পুলিশ ঘটনাস্হলে গিয়ে মরদেহ ময়নাতদন্তের জন্য মৌলভীবাজার জেলা ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল (সদর) হাসপাতালে পাঠায়।

কমলগঞ্জ থানার ওসি সাইফুল আলম বলেন, স্বামী সফর আলীকে থানা হেফাজতে রাখা হয়েছে।