বর্তমান খবর,বীরগঞ্জ(দিনাজপুর)প্রতিনিধি: দিনাজপুরের খানসমা আত্রাই নদীতে গোসল করতে নেমে মিলন ইসলাম(২০) নামে এক যুবকের মৃত্যু হয়েছে।
বীরগঞ্জ খানসামা সড়কের পাশে অবস্থিত আত্রাই নদীতে এ ঘটনা ঘটে। মিলন ইসলাম খানসামা উপজেলার গোবিন্দপুর গ্রামের রহিমের ছেলে।
প্রত্যক্ষদর্শী এবং এলাকাসীরা জানান, রবিবার (৫ মে-২০২৪) দুপুর ১টার দিকে গোসল করতে নেমে নিখোঁজ হয় মিলন। পরে এলাকাবাসীর সহযোগিতায় উদ্ধার করে বীরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়ার পথে তার মৃত্যুর বিষয়ে হাসপাতাল কর্তৃপক্ষ নিশ্চিত করেছেন।