বর্তমান খবর,কাশিয়ানী প্রতিনিধি: গোপালগঞ্জ জেলার কাশিয়ানীতে যথাযোগ্য মর্যাদায় মহান স্বাধীনতা দিবস পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে উপজেলা পরিষদ ও উপজেলা প্রশাসনের উদ্যেগে দিবসটি উপলক্ষে উপজেলা চত্বরে ৩১ বার তোপধ্বনীর মধ্যে দিয়ে দিবসটির সুচনা হয়।
দিবসটির কর্মসুচি হিসাবে উপজেলা পরিষদ ও উপজেলা প্রশাসন,উপজেলা আওয়ামী লীগ,ছাত্রলীগ,থানা পুলিশ, হাইওয়ে পুলিশ, কাশিয়ানী প্রেসক্লাব, ফায়ার সার্ভিস হাসপাতাল, পল্লী বিদ্যুৎ, জিসি পাইলট উচ্চ বিদ্যালয়, শিশু নিকেতন, লিট্ল ফ্লাওয়ার্স,সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়সহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান ও সামাজিক প্রতিষ্ঠান।
কাশিয়ানী জিসি পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে আনুষ্ঠানিক ভাবে দিবসটির পায়রা উড়িয়ে উদ্বোধন করেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা মোঃ মোক্তার হোসেন, উপজেলা চেয়ারম্যান সুব্রত ঠাকুর, উপজেলা নির্বাহী অফিসার মোঃ রাশেদুজ্জামান, কাশিয়ানী থানা অফিসার ইন চার্জ মো. জিল্লুর রহমান, ও বাংলাদেশ আওয়ামী লীগের আন্তর্জাতিক বিষয়ক উপ-কমিটির সম্মানিত সদস্য সুচিন্তা ফাউন্ডেশন বাংলাদেশ এর যুগ্ম-আহবায়ক কানতারা খান ও উপজেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক কাজী জাহাঙ্গীর আলম ।
জাতীয় পতাকা উত্তোলন ও বিভিন্ন বাহিনী কর্তৃক কুঁচকাওয়াজ শেষে বক্তব্য রখেন উপজেলা চেয়ারম্যান সুব্রত ঠাকুর,উপজেলা নির্বাহী অফিসার মোঃ রাশেদুজ্জামান
বীরমুক্তিযোদ্ধাদের এবং শহীদ বীরমুক্তিযোদ্ধা পরিবারের সদস্যদের সংবর্ধনা জানান উপজেলা চেয়ারম্যান সুব্রত ঠাকুর,উপজেলা নির্বাহী অফিসার মো: রাশেদুজ্জামান উপজেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা মোঃ মোক্তার হোসেন,সাধারণ সম্পাদক কাজী জাহাঙ্গীর আলম। মুক্তিযুদ্ধে শহীদদের জন্য বিশেষ মোনাজাতের মধ্যে দিয়ে সভার কাজ শেষ করা হয়।