কারিগরি সচিবের ছত্রছায়ায় উপ-পরিচালক নাজমুন নাহার, মন্ত্রীর নির্দেশ থাকলেও ব্যবস্থা নিচ্ছে না সচিব
বর্তমান খবর,নিজস্ব প্রতিবেদক: কারিগরি শিক্ষা অধিদপ্তরের এমপিও শাখার উপ-পরিচালক নাজমুন নাহারের বিরুদ্ধে দূর্ণীতির অভিযোগ করেছেন রাজশাহী বিভাগের ভুক্তভোগী শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান ও শিক্ষকগণ। অভিযুক্ত নাজমুন নাহারের বিরুদ্ধে ব্যবস্থা নিতে কারিগরি সচিবকে নির্দেশ দিয়েছেন শিক্ষামন্ত্রী মহিবুল হাসান চৌধুরি নওফেল। কিন্তু এ ব্যপারে কোন পদক্ষেপ নেয় নি সচিব ড. ফরিদ উদ্দিন আহমদ।
গত ২১ জানুয়ারি কারিগরি সচিবের কাছে লিখিত অভিযোগ দায়ের করেন ভুক্তভোগী শিক্ষা প্রতিষ্ঠান ও শিক্ষকগণ। এ অভিযোগ পত্রে উল্লেখিত হয়েছে তার অপকর্মের চিত্র। এতে বলা হয় কারিগরি শিক্ষা অধিদপ্তরের নাজমুন নাহার উপ-পরিচালক এমপিও শাখা কারিগরি শিক্ষা অধিদপ্তর আগারগাঁও ঢাকা। সে আত্ম অংকারী ও বদমেজাজী এবং দূর্নীতি বাজ মহিলা। আমাদের শিক্ষক সমাজকে এবং প্রতিষ্ঠান প্রধানকে সহ শিক্ষকদের সাথে বাড়ীর চাকরের চাইতে খারাপ ব্যবহার করে থাকেন এবং তাঁর কাছে গেলে আপমান করে জঘন্য ভাষায় কথা বলেন।
এছাড়া তিনি প্রতিষ্ঠানে বিভিন্ন দ্বন্দ্ব সৃষ্টি করে এক পক্ষে থেকে টাকা খেয়ে তার হয়ে কাজ করেন। এমনকি অবৈধ কাজ বৈধ করে দেওয়ার অপচেষ্টায় লীপ্ত থাকেন। আবার ভাল শিক্ষকদের বিরুদ্ধে মিথ্যা অভিযোগ এনে নেটে চিঠি করে দিয়ে থাকেন।
এছাড়াও তার বিরুদ্ধে কথা বলতে গেলে তিনি বলেন, আমি শিক্ষা মন্ত্রণালয়ের শিক্ষা সচিবের নির্দেশ মানতে বাধ্য নয়। এমনকি তার ফোন রিসিভ করতেও বাধ্য নই। প্রয়োজন হলে আমি কথা বলল, আমার আইনে কারিগরি শিক্ষা অধিদপ্তর চলে। আমি যত দিন আছি ততদিন আমার কথায় অধিদপ্তর চলবে। নাজমুন নাহারের কথার সাথে কাজের মিল পাওয়া যায়- রাজশাহী জেলার বাগমারা উপজেলায় পীরগঞ্জ টেকনিক্যাল এন্ড বি.এম.টি কলেজের মো: আনিসুর রহমান প্রামানিক (প্রভাষক, বাংলা) ইনডেক্স নং-১০১০০৪৩৬, বে-সরকারী শিক্ষা প্রতিষ্ঠান ও জনবল কাঠামো এমপিও নীতিমালা-২০১৮(২৩ নভেম্বর-২০২০ পর্যন্ত সংশোধিত) এর ১৫.১ অনুচ্ছেদ মোতাবেক একই সাথে একই সময় দীর্ঘ চার বছর দুটি প্রতিষ্ঠানে চাকুরী করায় তাঁর এমপিও স্থগিত সহ উত্তোলনকৃত অতিরিক্ত অর্থ সরাকারী কোষাগারে জমা করনের প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহনের জন্য নির্দেশক্রমে অনুরোধ করা হয়েছে মর্মে শিক্ষা মন্ত্রনালয়ের গত ২১/০১/২০২১ তারিখের পত্র রয়েছে। উক্ত পত্রটি গোপন রেখে কারিগরি শিক্ষা অধিদপ্তরের নাজমুন নাহার ,উপ-পরিচালক(এমপিও, শাখা) তাঁর এমপিও ছাড়করনের জন্য মোটা অংকের অর্থের বিনিময়ে এমপিও কমিটির সভায় উপস্থাপন করে তা অনুমোদন নিয়েছেন। শিক্ষা মন্ত্রনালয়ের আদেশ ও জনবল কাঠামোর এমপিও নীতিমালা অমান্য করে বেতন ছাড়ের বিষয়টি নিয়ে এলাকায় বিশিষ্ট শিক্ষাবিদদের মধ্যে কারিগরি শিক্ষা নিয়ে ব্যাপক বিরুপ মনোভাব দেখা দিয়েছে। এতে করে কারিগরি শিক্ষা অধিদপ্তরের মান ক্ষুন্য হচ্ছে।
গত ২১জানুয়ারি বিভিন্ন কলেজের অধ্যক্ষরা কারিগরি শিক্ষা সচিবের সাথে সাক্ষাৎ করে অভিযোগের বিষয়ে নিশ্চিত করলে সচিব তাদেরকে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের আশ্বাস দেন।
কিন্তু এখনো উপ-উপ-পরিচালক নাজমুন নাহার স্ব-পদে বহাল থাকায় অধ্যক্ষদের মধ্যে ক্ষোভ দেখা যায়। এবিষয়ে কথা বলতে কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগের সচিব ড. ফরিদ উদ্দিন আহমদকে একাধিকবার মোবাইলে কল করা হলেও তিনি কল রিসিভ করেননি।
পীরগঞ্জ টেকনিক্যাল এন্ড বিএম কলেজের অধ্যক্ষ আবদুর রউফ সহ শিক্ষক নেতার বলেন, নাজমুন নাহারকে অপসারণ না করলে কারিগরি শিক্ষা অধিদপ্তর ঘেরাও করে কঠোর আন্দোলন করা হবে।